1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নগরীতে কাঁচামরিচের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু

নগরীতে কাঁচামরিচের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১০৪ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

পেঁয়াজ, আদার পরে আগুন লেগেছিল কাঁচামরিচের বাজারে। ১০০০ থেকে ১২০০ টাকায় কিনতে হয়েছে কাঁচামরিচ যার মূল্যবৃদ্ধির পেছনে ছিল তথাকথিত মজুতদার ও সিন্ডিকেটের হাত। অপরদিকে চাহিদার জোগান ও মূল্য কমাতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ বোঝাই ট্রাক।

এই জন্য মরিচের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণ করতে ৪/৭/২০২৩ইং জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ ও নিউমা‌র্কেট এলাকার কাঁচাম‌রিচ ও নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও ই‌চ্ছেমা‌ফিক দা‌মে কাঁচা ম‌রিচ বিক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স তাহের মিয়া এন্ড সন্স আড়তদার‌কে ৩ হাজার টাকা, নুর ইসলা‌মের সব‌জির দোকান‌কে ১ হাজার টাকা, তাজু‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা এবং রু‌বে‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখায় চৌধুরী স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে আজ পাঁচ প্রতিষ্ঠান‌কে ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়। অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে বি‌ক্রেতা ও ক্রেতা‌দের স‌চেতন করা হয়। বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

মো: আছাদুল ইসলা‌ম জানান জানান যে, জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD