1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় নবীন সংবাদকর্মীর অভিযোগ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী বৈষম্য বিরোধী ব্যানারে উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করা আ’লীগ -ছাত্রলীগ দোসরদের অচিরেই গ্রেফতার করতে হবে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রনে অভিযান নাঙ্গলকোট বিএনপির পরিচিতি সভায় হট্টগোল কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নেকবর হোসেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে চৌদ্দগ্রামের বন্যা দুর্গতরা পেলো ১০টি ঘর নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিদায় সংবর্ধনা কুমিল্লার বরুড়া পাচঁটি দোকানকে ভ্রাম্যমাণ আদালত ৪৭ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় নবীন সংবাদকর্মীর অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন নবীন এক সংবাদকর্মী। বৃহস্পতিবার (১৫ জুন) কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন তিনি। রবিবার (১৮ জুন) নগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবীন ওই সংবাদকর্মী।

সংবাদকর্মীর নাম আবুল হাসনাত সজিব। সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় কুমিল্লার স্টাফ রিপোর্টার ও কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জমি দখল নিয়ে সংবাদ প্রচারকে কেন্দ্র করে স্থানীয় একই এলাকার আবুল বাশার, পিতা হাজী আলী হোসেন গংদের সাথে দ্বন্দ্ব হয়। সংবাদ প্রচার করার আগেই হুমকি দিতে থাকে ওই প্রভাবশালী মহল। যার কল রেকডিং প্রমান হিসেবে আমার কাছে আছে।

এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ জুন ) তার বাড়িতে এসে তার বাবা মা ও পরিবারের লোকজনদের হুমকি দেয় তারা। পরে তাকে না পেয়ে চলে যায়। সন্ধ্যায় ওই সংবাদকর্মীর মোবাইলে কল দিয়ে হুমকি দেয়। ওই সময় মোবাইলে তারা তাকে কেটে টুকরো টুকরো করে গোমতী নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে ওই সংবাদকর্মী কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে তা তদন্তের জন্য কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল ইসলামকে দেয়া হয়। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই জায়গার মালিক পারভিন বেগম। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা ৫ বছর আগে এই জায়গা একজনের কাছ থেকে স্টাম্পের সই দিয়ে কিনে নেই। কিন্তু দুইমাস আগে এই চেয়ারম্যান এসে আমাদের জায়গা দখল করেছে।

নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, আমার কাছে নথি এসেছে। আমি একটি অভিযানে ছিলাম। বিষয়টি নিয়ে কাজ করা শুরু করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD