1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ডাক্তার শূন্যতায় চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স – ডাক্তার শূন্যতায় চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে ডাক্তার শূন্যেতায় চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

সোমবার বেলা ১২ টায় সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের ভিতরে প্রবেশ করে দেখা যায় রুগীদের উপচে পড়া ভীড়। নেই পর্যাপ্ত ডাক্তার। হাসপাতালের রুমের ভিতর টেবিলে সকল সরঞ্জাম থাকলেও নেই শুধু ডাক্তারের উপস্থিতি।

শিশু ওয়ার্ডে (১১০ নম্বর) রুমে তিনজন ডাক্তার চিকিৎসা দেওয়ার কথা থাকলেও চিকিৎসা দিচ্ছে একজন ডাক্তার। দীর্ঘ সারিতে শিশু রোগীদের কোলে নিয়ে স্বজনরা অপেক্ষমান থাকতে দেখা গেছে। এছাড়া ১০১, ১০২ ও ১০৩ নম্বর রুমে ৩ জন করে ডাক্তার রোগীদের সেবা দেয়ার স্থলে প্রতি রুমে ১ জন করে ডাক্তারের উপস্থিতিতে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছারা এনসিডিসি রিপোটিং রুমে চেয়ার টেবিল থাকলেও নেই কোনো ডাক্তার। সবগুলো রুমের জেনো প্রায় একই রকম চিত্র।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই প্রায় ৯ শত থেকে ১ হাজার রোগি চিকিৎসা নিয়ে থাকে। ডাক্তারের অপ্রতুলতার কারনে রুগীদের ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়না। দেবীদ্বারে ১৮টি প্রাইভেট হাসপাতাল এবং ১৮টি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৩৬টি হাসপাতাল ডায়গনষ্টিক সেন্টারের প্রায় শতাধিক দালাল এবং ১৫/২০টি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ’র দৌরাত্মে অতিষ্ঠ রোগি ও স্বাস্থ্য কর্মীরা।

এদিকে চিকিৎসা নিতে আসা রুগি ও তাদের স্বজনরা অভিযোগ করে বলেন, ডাক্তার দেখাতে এসে অনেক্ষন লাইনে দাড়িয়ে আছি, ডাক্তার আসবে আসবে বলে এখনো আসেন নি। ডাক্তাররা সরকারি হাসপাতালে সেবা না দিয়ে প্রাইভেট পেক্টিসে ব্যাস্ত থাকেন। দালালরা প্রাইভেট হাসপাতালে ডাক্তার আছেন বলে টানা হেছরা করেন। প্রয়োজনীয় ডাক্তার শূন্যতায় চিকিৎসা নিতে আসা রোগিরা দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে অসহ্য হয়ে বাড়ি ফিরছেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানান, আমাদের কিছু ডাক্তার স্বল্পতা রয়েছে। আমি কুমিল্লা মিটিংয়ে আছি, তবে কেউ দায়িত্বে অবহেলা করে থাকলে খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD