1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যাকান্ড; দেবীদ্বারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় জুলাই পুনর্জাগরণে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুমিল্লার গোমতীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পারিবারিক কলহে স্ত্রীকে লাইভে রেখে ওমানে চৌদ্দগ্রামের যুবকের আত্মহত্যা চৌদ্দগ্রামে নকলের দায়ে মুন্সীরহাট ডিগ্রি কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার চৌদ্দগ্রামে চিওড়া ইউপি’র অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় কুমিল্লায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সেনাবাহিনীর চিকিৎসা সেবা চাঁদাবাজ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যাকান্ড; দেবীদ্বারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

শফিউল আলম রাজীব:

সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাজহারুল ইসলাম সৈকতকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১০মে) বিকেলে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দীন সবুজ, ইমরান হোসেন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. আল আমীন ও দিদারুল আলম ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার নির্দেশক্রমে তাকে সাময়িক বহিস্কার করা হলো। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে।

এর আগে, বুধবার সকালে গত ৩০ এপ্রিল রাতে ঘটে যাওয়া কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনের হত্যাকান্ড নিয়ে পুলিশের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, দাউদকান্দি গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের পর আসামিদের ব্যবহৃত অস্ত্রগুলো একটি স্কুল ব্যাগে করে দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ এলাকার মাজহারুল ইসলাম সৈকত নামের এক ব্যক্তির কাছে রেখে আসেন। ডিবি পুলিশ সৈকতকে বুড়িচং উপজেলাধীন নিমসার এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তাঁর হেফাজতে রাখা দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২৪টি গুলি, সাতটি মোবাইল ফোন, দুটি বোরকার নেকাব, ১টি ভেনিটি ব্যাগ ও জিনস প্যান্ট জব্দ করে।

এ ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া বাদী হয়ে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতসহ সাতজনের নাম উলেখ করে চান্দিনা থানায় মামলা করেন।

এর ফলেই আজ বাংলাদেশ ছাত্রলীগের দেবীদ্বার উপজেলা শাখা থেকে তাকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD