1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যাকান্ড; দেবীদ্বারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যাকান্ড; দেবীদ্বারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

শফিউল আলম রাজীব:

সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাজহারুল ইসলাম সৈকতকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১০মে) বিকেলে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দীন সবুজ, ইমরান হোসেন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. আল আমীন ও দিদারুল আলম ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার নির্দেশক্রমে তাকে সাময়িক বহিস্কার করা হলো। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে।

এর আগে, বুধবার সকালে গত ৩০ এপ্রিল রাতে ঘটে যাওয়া কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনের হত্যাকান্ড নিয়ে পুলিশের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, দাউদকান্দি গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের পর আসামিদের ব্যবহৃত অস্ত্রগুলো একটি স্কুল ব্যাগে করে দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ এলাকার মাজহারুল ইসলাম সৈকত নামের এক ব্যক্তির কাছে রেখে আসেন। ডিবি পুলিশ সৈকতকে বুড়িচং উপজেলাধীন নিমসার এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তাঁর হেফাজতে রাখা দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২৪টি গুলি, সাতটি মোবাইল ফোন, দুটি বোরকার নেকাব, ১টি ভেনিটি ব্যাগ ও জিনস প্যান্ট জব্দ করে।

এ ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া বাদী হয়ে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতসহ সাতজনের নাম উলেখ করে চান্দিনা থানায় মামলা করেন।

এর ফলেই আজ বাংলাদেশ ছাত্রলীগের দেবীদ্বার উপজেলা শাখা থেকে তাকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD