নেকবর হোসেন :
কুমিল্লায় এবছর ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে বিপুল সংখ্যক মানুষ ঈদের নামাজে অংশ নিয়েছে। ২২ এপ্রিল ঈদের নামাজ পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৮টায়। কিন্তু নামাজ পড়তে আসা মানুষ সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ পৌছে দেখা গেছে ঈদগাহ মাঠ সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। তীব্র তাপদাহ উপেক্ষা করে ঈদগাহ মাঠে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ঈদগাহের আশের পাশের রাস্তায় নামাজ পড়েছে। এ বছর পরিস্থিতি অনুকূলে থাকায় এবং নগরীর বিভিন্ন এলাকার মানুষ ঈদগাহ সমূহে ঈদের নামাজ এতো মানুষের সমাগম হয়েছে বলে মনে করছেন অনেকেই। ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজে ইমামতি মোনাজাত পরিচালনা করেন ক্কারী মাওলানা মোহাম্মদ ইবরাহিম। নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আলম। নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে একে অপরের সাথে কুলাকুলি ও কুশল বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন । সারাদেশের ন্যায় কুমিল্লা জেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।