গত ১৪/০৪/২০২৩খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম জাল টাকা উদ্ধার অভিযানে কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় চেকপোষ্ট করে। উক্ত চেকপোস্ট চলাকালীন সময়ে মোটরসাইকেল যোগে মোঃ সোহেল আরমান নামীয় লোক আসলে তাকে থামায়। মোটরসাইকেলটি থামালে মোঃ সোহেল আরমান (৪০)’কে দেহ তল্লাশী করলে তার কোমড়ে মোবাইল রাখার ব্যাগ হতে ১,০০০/- (এক হাজার) টাকা নোটের ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ০১টি বান্ডিল পাওয়া যায়। বান্ডিলের টাকাগুলো সন্দেহ হয়। সন্দেহ বশত টাকা গুলো চেক করে দেখা যায়, ১,০০০/- (এক হাজার) টাকা নোটের একই নাম্বারের একাধিক নোট রয়েছে এবং টাকা গুলো অরজিনাল টাকার নোট হতে একটু ভিন্ন । গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল আরমান (৪০) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বাখরনগর (উত্তর পাড়া মোল্লা বাড়ী), ০৭ নং ওয়ার্ড এর মোঃ খবির মিয়ার ছেলে । তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার এই কাজের সহযোগী আসামী মোঃ শরীফ (২৮) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পুরান বাজার দেবিদ্বার বেরিবাঁধ এর বাবুল মিয়ার ছেলে। গ্রেফতাকৃত আসামী মোঃ সোহেল আরমান আরো জানায়, উক্ত জাল টাকা গুলো তারা বিভিন্ন শপিংমল, বিকাশ, মোবাইল রিচার্জ্ সহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করে থাকে। জাল টাকা গুলো ঢাকা থেকে এনে এই ধরনের কার্যক্রম করে থাকে। সে দেশের বিভিন্ন স্থানে এই জাল টাকা ব্যবসার বিভিন্ন চক্রের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে সিএমপি চট্রগ্রাম, কুমিল্লা সহ দেশে বিভিন্ন জায়গায় জাল টাকা ব্যবসা সংক্রান্তে ১০ টি মামলা রয়েছে মর্মে জানা যায়।
উক্ত জাল নোট উদ্ধার সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬৬, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ/২৫-ঘ রুজু করা হয়। জাল টাকার ব্যবসা, চোরাকারবারী, মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।