শামীম রায়হান॥
পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা বৈশাখ উদযাপন করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রশাসন।
শুক্রবার(১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৈশাখের প্রথম সকালে নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নেয় স্থানীয় শিল্পী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা,পরে শোভাযাত্রা বের হয়,শোভাযাত্রাটি দাউদকান্দি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।