1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানাও প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে উন্মুক্ত কুরআন বিতরণ আয়োজন চৌদ্দগ্রামে জগন্নাথদীঘিতে বড়শি প্রতিযোগিতার আয়োজন, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা পিআর পদ্ধতি চালু হলে স্বৈরাচার সৃষ্টির পথ বন্ধ হবে- মাওলানা আবদুল হালিম কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক কয়েলের আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর

চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাটের দেড়কোটা বাজারের একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ নামে এলাকার চিহিৃত এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ উপজেলার একই ইউনিয়নের সিংরাইশ গ্রামের নুরুজ্জামানের ছেলে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাশ।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দেড়কোটা বাজারের বাবুলের দোকানের একটি রুম ভাড়া নিয়ে সবুজসহ এলাকার চিহ্নিত কয়েকজনের একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে থানা পুলিশ সেই আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সবুজকে আটক করে। চক্রটি মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ওই রুমটি ব্যবহার করতো। এলাকাবাসী বাবুলকে ওই রুমটি মাদক ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতে নিষেধ করলেও এ ব্যাপারে সে কর্ণপাত করেনি। বর্তমানে তাদের কারণে মাদকের সাথে জড়িয়ে স্থানীয় যুবসমাজ আজ ধ্বংসের পথে। এর ব্যবসার সাথে চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা ও মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীও জড়িত রয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাশ বলেন, ‘ইয়াবাসহ আটককৃত যুবক সবুজের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD