1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৫ লাখ টাকার চোরাইপণ্যসহ ৪ জন আটক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় ৫ লাখ টাকার চোরাইপণ্যসহ ৪ জন আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ ।

সোমবার (৩ এপ্রিল ) রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের আটক করেন। এ সময় চোরাইপণ্যসহ একটি বড় ট্রাকও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের মৃত জাফর শিকদারের ছেলে সোহেল শিকদার, বরিশাল কোতোয়ালি থানার রূপাতলী গ্রামের মজিব মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৮), একই গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার ও উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামের হারুন হাওলাদারের ছেলে ট্রাক চালক রাসেল হাওলাদার (৩০)।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা জানান, আইনশৃংখলা রক্ষার্থে টহল পুলিশের একটি দল সোমবার মহাসড়কের টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। টোলপ্লাজার ব্যারিকেডের সহযোগিতায় ট্রাকটি থামানো হয়। ট্রাকের ভেতর তেরপাল দিয়ে ঢাকানো।
প্রায় ৫ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশার চোরাই যন্ত্রাংশ এবং চুরি করার সরঞ্জামসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD