মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রামের কৃতিসন্তান, সিনিয়র সাংবাদিক সায়ীদ আবদুল মালিক (মোহাম্মদ আবু সায়ীদ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) প্রতিনিধি মনোনীতি হয়েছেন। জাতীয় প্রেসক্লাবের পক্ষে তিনিসহ দুজন সাংবাদিক সিএলসিসির প্রতিনিধি মনোনীত হন। সায়ীদ আবদুল মালিক চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের কৃতিসন্তান। গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ডিএসসিসির নগরভবন মিলনায়তনে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক ও কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।
স্থানীয় সরকার বিভাগের ‘সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা’র আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্য সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) গঠিত হয়।
ডিএসসিসির আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবের পক্ষে প্রতিনিধি হিসেবে সায়ীদ আবদুল মালিকসহ দু’জন সাংবাদিককে মনোনয়ন দেওয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ২৯ সেপ্টেম্বর তাদের মনোনয়ন দেন।