1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এবার সেই মানবাধিকার কর্মীকে হত্যাকরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে সংঘবদ্ধ চক্র - Dainik Cumilla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামের সেই মাছ শূণ্য জগন্নাথদীঘিতে বড়শি প্রতিযোগিতা হয়নি, হতাশায় ফিরে গেলেন মৎস্য শিকারীরা কুমিল্লায় পিআরপদ্ধতিসহ ৫দফা দাবিতে মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ বুড়িচংয়ে বিয়ে বাড়ীতে আগুন, বিদ্যুতের শর্ট সার্কিসের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই বাংলাদেশ সাংবাদিক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠন যুবদলকে গতিশীল করার লক্ষে নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নে মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় সৌদিআরবের ফল সাম্মাম, দিন দিন চাহিদা বাড়ছে দেশে সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে: মনিরুজ্জামান বাহলুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেয়ার হুসিয়ারী- কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী: রাজপথে লাখো মানুষের ঢল রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

এবার সেই মানবাধিকার কর্মীকে হত্যাকরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে সংঘবদ্ধ চক্র

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পঠিত
দৈনিক  কুমিল্লা রিপোর্ট ।।  মেরে লাশ গুম করা,স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ, দশ লাখ টাকা না দিলে বাড়ির ছাদে থাকা পানির ট্যাংকির সাথে বিষ মিশিয়ে পরিবারের সবাইকে হত্যাসহ দুষ্কৃতকারীরা পেশাজীবি, মানবধিরকার কর্মী  মওদুদ আবদুল্লাহ শুভ্রকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে।  তিনি ২০১৭ সালে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য কুমিল্লা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন নগরীর ৪ নং ওয়ার্ড ইসলামপুর এলাকার বাসিন্দা মওদুদ আব্দুল্লাহ শুভ্র। সেই জিডিতে তিনি সাবেক ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু চিহ্নিত ব্যক্তিসহ কয়েকজন স্থানীয় দুর্বৃত্তের নাম উল্লেখ করেছিলেন কিন্তু নিরাপত্তার আশায় করা সেই জিডি তার জন্য আশীর্বাদ নয়, পরিণত হয় দীর্ঘমেয়াদি এক দুঃস্বপ্নে।
পরের বছর ২০১৮ সালের ২৮ জুন ফের একটি জিডি করেন তিনি, এরপর থেকেই শুরু হয় অপরাধীদের নাশকতামুলক অত্যাচার ও নির্যাতন। শুভ্রের গ্রামের গ্রামের বাড়ী বরুড়া কেমতলীতে জাওয়ার পথে নিমসার এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আক্রমন চালিয়ে আহত করে এবং সিএনজিতে  হামলা করে। ওই ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০৭ নাম্বার আমলী আদালতে একটি অপরাধী সহ মামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা  দায়ের করা হয়। যার সিআর নাম্বার -১২০৯/১৮। তারিখ:- ২৪.১০.২০১৮ইং। উক্ত এই মামলাটি জোরপূর্বক প্রত্যাহার করায় এবং সেই থেকে সকল অভিযোগ প্রত্যাহারের জন্য তারা নারী পুরুষ সম্মিলিত ‘স্যার গ্রুপ’ গঠন করে একটি চক্র তার বাসার সামনে ২০২০ সালের ফেব্রুয়ারি ১৫ তারিখে ককটেল বিস্ফোরণ চালায়। একপর্যায়ে তিনি প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ মহলে লিখিত আবেদন করেন তিনি । এ সকল আবেদন গুলো গুরত্ব সহকারে তদন্ত করা হয়। মামলার হাজিরার ধার্য তারিখে সে উপস্থিত হতে গেলে মোটরসাইকেল মহরা দিয়ে তাকে আদালতে যেতে দেয় নাই, এরফলে বাদী উপস্থিত না থাকার ধরুন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত মামলাটি খারিজ করে দেয়। এছাড়া শুভ্রর বিরুদ্ধে ভুয়া ওয়ারেন্ট দিয়ে আল আমিন ও মতিন নামের দুইজন ৫ হাজার টাকা দাবী করে জারিকারক ও পুলিশের সদস্য পরিচয়ে।শুভ্র মামলার সঠিক তথ্য চেয়ে তাদেরকে জিজ্ঞেস করলে কোন সদুত্তর দিতে পারেনি। পরে তিনি কুমিল্লা পুলিশ সুপার কার্যলয়ে মিথ্যা মামলার বিষয়ে সহযোগীতা কামনা করেন। যার স্মারক নাম্বার-৯৪৬১/২য়। এ প্রেক্ষিতে পুলিশ সুপার এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ তদন্ত করে জানতে পারে ওয়ারেন্টটি সম্পূর্ণ মিথ্যা।এছাড়া গত বছরের ৪ আগস্ট তারা কুমিল্লার টিক্কাচর ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের বেলায় শুভ্রকে উপর্যপুরী ছুরিকাঘাত করে মারধর করে। এ ঘটনায় কুমিল্লা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে চাদাঁবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত ৩জন পুরুষ ও একজন মহিলাসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যার নাম্বার দ্রুত সিআর ৩৬/২৪ যাহা পিবিআই এর তদন্ত করে তদন্ত প্রতিবেদন রিপোর্ট গত দাখিল করেন।তারা আবারো গত বছরের ১৬ ইং অক্টোবর দিনের বেলায় সুনির্দিষ্ট ব্যক্তিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তার উপর হামলা করে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। আসামীদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী। মামলার আসামিরা হলেন- যুবলীগ নেতা মহিউদ্দিন (৩৮), আদালত পাড়ার  ভুয়া জারিকারক  টাউট  মতিন (৩৮), তারেক (৪২), ঢাকার ধানমন্ডির ফয়সাল  (৩৮), সদর দক্ষিণ গলিয়ারা আওয়ামী লীগের নেতা মতিন (৪০),  চানপুরের আরাফাত (৩৬), ফৌজদারি এলাকার আল আমিন (৩৫), আদালতের পশ্চিম গেটের সোনিয়া (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন।
সর্বশেষ তাদের ভাড়া করা বিভিন্ন বড়ো বড়ো অপরাধ এর পৃষ্ঠপোষক  নারী পুরুষ চক্র “স্যার গ্রুপ ” বে আইনি এখতিয়ার বিহীন গঠন করে অনলাইনে ফেসবুক বিভিন্ন হ্যাকিং,সামাজিক ও রাজনৈতিক অপব্যাখ্যা মুলক তথ্য অপ প্রচার সহ তথ্য বিভ্রান্তি পরিকল্পিত ভাবে করেই আসছে এবং এই  অপরাধে অভিজুক্ত অপরাধীরা বিভিন্ন সময় মওদুদ আব্দুল্লাহ  ভুয়া ফেসবুক আই ডি খুলে অশ্লীল ছবি তৈরি করে সহ ফেসবুক আই ডি হ্যাকিং সহ মোবাইল নাম্বারে whatsapp- imo আই ডি হ্যাকিং করেও বিভিন্ন ধরনের অপ প্রচার ঘোষণা দিয়ে করে আসামী পক্ষের পরোক্ষ দোসর বাহিনী মওদুদ আব্দুল্লাহ শুভ্র কে এই সব পাঠিয়ে চাদা দাবী করে আসছে সরাসরি সামনাসামনি আসামিরা ও তাদের পক্ষের দালাল চক্রের নিয়োজিত কিছু নারী পুরুষ কু – চক্রীয় মহল তারাই আবার এই  ০১৯৭১০৭৩৫৮৪ (৪আগস্ট,২০২৪) ;  ০১৭০৪২৭২৯৬১ ( ১৩ অক্টোবর – ১৬ ই অক্টোবর ২০২৪ ) এবং  ০১৩৪২৭১৩৮১২ (১৫ জুলাই ২০২৫ )  নাম্বার হতে আমার ব্যবহৃত ব্যক্তিগত অফিসিয়াল মোবাইল নাম্বার ০১৭১১৪৩২২৬৯ কল ও এস এম এস দিয়ে ক্রমাগত হুমকি ধমকি, মিথ্যা মামলা হামলা গুম খুন করবে এবং ঘটে যাওয়া বিগত দিনের সকল অপরাধ তাদের দারা সংগঠিত অপরাধ এবং ভবিষ্যৎ আরো ভয়ংকর অপরাধ আমার ও আমার পারিবারিক সকল সদস্যদের সংগঠিত করবে বলে আগাম হুমকি মুলক আল্টিমেটাম দিয়ে অপরাধ অধ্যাবতী পর্যন্ত চলমান রাখে। তাছাড়াও এই চক্রটি সর্বশেষ এই বিভিন্ন সময়ে বিভিন্ন  ছদ্মবেশী সন্ত্রাসীরা সরাসরি কালো গ্লাস ওয়ালা কালো – সাদা প্রাইভেট কার সহ নাম্বার প্লেট সংজুক্ত ও নাম্বার প্লেট বিহীন  লোকজন মোটর বাইকে আরোহী উভয় লোকের মাথায় সাদা হ্যালমেট ও কালো হ্যালমেট পড়া অজ্ঞাতনামা ব্যাক্তি বিশেষ এবং মোটর বাইকে পিছনে কালো বোরকা পরিহিত নারী মহিলাও এই অপরাধ কর্মকাণ্ডে আশ্রয় নিয়ে সরাসরি একাধিক বার কর্মস্থলের যাওয়ার পথ গতিরোধ করে  তারা বিভিন্ন প্রশাসন মিথ্যা পরিচয় সহ বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাংগিয়ে বলে মওদুদ আব্দুল্লাহ কাছে  ১০ লাখ টাকা চাঁদার দাবি করে অপরাধ সংঘটিত করে অপারগতায়  মওদুদ আব্দুল্লাহকে মারধর করে। এই বিষয়ে সুনির্দিষ্ট ভাবে সকল বিষয় উল্লেখ করে সকল বিষয়ক ঘটনা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন,সেনা বাহিনী, র‍্যাব সহ এখতিয়ার সম্পন্ন গোয়েন্দা সংস্থার কাছে আইনগত সুরক্ষা ও প্রশাসনিক নিরাপত্তা চেয়ে সকল কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ সংজুক্তি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা সহ আদালতের দায়ের করা মামলার বিষয়ে জানিয়ে এবং এই সব ধরনের অপরাধ প্রতিরোধ দমন বিষয়ক নিজ ও নিজ পরিবার পরিজন সদস্যদের ভবিষ্যতের আইনগত সুরক্ষা প্রশাসনিক নিরাপত্তা চেয়ে একাধিক  সাধারণ ডায়েরি ( জি ডি) করে রেকর্ড ভুক্ত করা হয় এর মধ্যে বিশেষ একটি সাইবার নিরাপত্তা ও তথ্য বিভ্রান্তি মুলক নাসকতা সহ আইনি ব্যবস্থা গ্রহন করত  চেয়ে সকল অপরাধ দমন ও নিরাপত্তা চেয়ে বিষয়ে একটি সাধারণ ডায়েরি (  জিডি) হয়,  যাহার জি ডি নাম্বার ২২২। জিডির তদন্তে ঘটনার সত্যতা খুজে পেয়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০১ কুমিল্লা স্মারক নাম্বার ২৩৮৯ তাং-১৭-০৩-২৫জিডিতে বর্ণিত সকল আসামীদের সকল অপরাধ তদন্তের অনুমতি প্রার্থনা করেন। আদালত ডিআর ৫২৬/২৫, তাং-১৯-০৩-২৫ ইং মূলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করেন। অতপর তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন রিপোর্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানায় স্মারক নাম্বার ২৮২৬ তাং-০৬-০৪-২৫ অনুমতি নিয়ে আদালতে একটি নন এফআইআর মামলা করার জন্য প্রসিকিউশন দাখিল করলে মামলা রুজু হয়। যার নাম্বার ২৪/২৫ নন জিআর মামলা নাম্বার ২০/২৫ তারিখ ০৭-০৪-২৫ রজু হয়। যাহা আসামীদের প্রতি সমন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে কোতয়ালী মডেল থানা দুটি সাধারণ জিডি করা হয়। সর্বশেষ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়  অপরাধ ঘটনা কেন্দ্র করে সাথে অপরাধী চক্ররা নিষিদ্ধ সংগঠন এর ভয়ংকর অস্ত্রধারী সন্ত্রাসী এবং তাদের দারা ভবিষ্যতে বড় ধরনের যে কোন দুর্ঘটনা ঘটনা ঘটবেই বলে ঘোষণা দিয়ে আল্টিমেটাম দেন এবং মওদুদ আব্দুল্লাহ শুভ্র  পেশাজীবি ও জাতীয় – অনলাইন পত্রিকার সাংবাদিক  হিসেবে ক্যানন ক্যামেরা যাহার মেমোরিতে অনেক গুরুত্বপূর্ণ ছবি সমুহ সংরক্ষিত অবস্থায় ছিলো, উক্ত এই বিষয়ে পুলিশ প্রশাসন, সমাজের জ্ঞানী গুনী সুশীল ব্যক্তিগন ও রাজনৈতিক ব্যক্তিত্ব সকল কে অবগত করলে উনারা পরামর্শ ক্রমে মওদুদ আব্দুল্লাহ   সাধারণ ডায়েরি ( জি ডি) জি ডি করেন। জি ডি নাম্বার –  ২১৩৬, তারিখ :- ২৭/০৯/২০২৫। ভূক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, এইসব কারনে আসামীরা সকল মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। মামলা প্রত্যাহার না করলে আমাকে নানাভাবে ক্ষতির মুখে পরতে হবে বলে হুমকি দিয়ে আসছে।
এই  বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, পেশাজীবি এবং জাতীয় ও অনলাইন পত্রিকায় সাংবাদিক   মওদুদ আবদুল্লাহ শুভ্র একাধিক অভিযোগ আমরা পেয়েছি,অভিযোগ পরিপ্রেক্ষিতে তদন্ত করে থানায় মামলা নেয়া হয়। আসামীদেরকে  গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সহিত কাজ করছে। ইতিমধ্যে একজন অপরাধে অভিজুক্ত আসামীকে আসামির পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানা সহ উক্ত মামলায় অভিজান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ও দ্রুত আইনের আওতায় আনা হবে। উক্ত আসামীদের গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব ও ডি বি পুলিশ আসামীদের কে গ্রেফতার ব্যবস্থা গ্রহন করে অভিজান চালাচ্ছেন। আসামীরা বেশীর ভাগই সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারী হওয়ায় তারা একটি বা শহরে একাধিক স্থানেও অবস্থান করছে না। তারা একেক সময় শহরের বাহিরে বিভিন্ন ঠিকানায় অবস্থান করছে। তাই এই মামলার আসামীদেরকে গ্রেফতার অভিজান অব্যাহত থাকবে, এছাড়াও এই আসামীদেরকে যে বা যারা আশ্রয় পশ্রয়ে ইন্ধনকারীরা অপরাধ করাচ্ছে তাদেরকেও তদন্ত অপরাধীদের সাথে উক্ত অপরাধের সম্পৃক্ত থাকার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD