1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে - Dainik Cumilla
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে হোমনায় মহানবীকে কটুক্তির অভিযোগে আটককৃত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন, ৪টি মাজার ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ কুমিল্লায় অপহরণের পর অটোরিকশাচালক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছে কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের জামিন শেষে কুমিল্লার আদালতে জামিন চেয়ে হাজিরা দিতে গেলে বিচারক মাহবুব আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন আলীয়ারা গ্রামের ছালেহ আহমদ(৬৫), জিয়া(৪৫), ইউনুস(৪০), তারেক (২৮), সাকিব(২৫), সাখাওয়াত (৩৮) ও ছানাউল্লাহ (৫০)।

উল্লেখ্য, গত ৩আগস্ট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আলাউদ্দিনকে(৫৫) বাড়ির সামনে থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা । হত্যাকান্ডের ঘটনায় আলাউদ্দিন মেম্বারের ছেলে যোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ ২৫জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে পরে হাইকোর্ট থেকে জামিন নেয়। হাইকোর্টের জামিন শেষে তারা গত ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার কুমিল্লা জেলা জর্জ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এছাড়া মামলার প্রধান আসামী শেখ ফরিদকে গত একমাস পূর্বে র‌্যাব-১১ ঢাকা থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD