1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে দুই মোটরসাইকেল মুখোমুখি, ইমাম ও যুবদল নেতার মৃত্যু ‎ - Dainik Cumilla
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে পল্লী চিকিৎসক আটক কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা কুমিল্লা সীমান্তে চোরাইভাবে আনা ৮৬ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে হোমনায় মহানবীকে কটুক্তির অভিযোগে আটককৃত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন, ৪টি মাজার ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ কুমিল্লায় অপহরণের পর অটোরিকশাচালক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৩

নাঙ্গলকোটে দুই মোটরসাইকেল মুখোমুখি, ইমাম ও যুবদল নেতার মৃত্যু ‎

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পঠিত


সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় উপজেলার হেসাখাল পদুয়ারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদ ইমাম হাফেজ আরিফুল ইসলাম নয়ন ও মৌকরা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মজুমদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎দুর্ঘটনায় মৃত্যু হওয়া মসজিদ ইমাম হাফেজ আরিফুল ইসলাম নয়ন উপজেলার পেরিয়া গ্রামের জাফর আহম্মেদের ছেলে ও হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদরাসা শিক্ষক। পেরিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আহম্মেদের ২ছেলে ১ মেয়ের মধ্যে হাফেজ নয়ন সবার বড়। নয়ন হিফজ ও আলিম পাস করে বর্তমানে নাঙ্গলকোট কামিল মাদরাসায় ফাজিল শ্রেণীতে অধ্যায়নরত। যুবদল নেতা আহসান হাবিব মজুমদার কেশতলা গ্রামের নুরুল ইসলাম মজুমদারের ছেলে ও খিলা বাজার মজুমদার জুয়েলার্স স্বত্বাধিকারী।

‎ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নাঙ্গলকোট বাজারের দিক থেকে পশ্চিম দিকে যাওয়া হাফেজ আরিফুল ইসলাম নয়নের মোটরসাইকেলকে বিপরীত দিকে আসা আহসান হাবিব মজুমদারের মোটরসাইকেল একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনরা এসে আহসান হাবিব মজুমদারকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে এবং হাফেজ আরিফুল ইসলাম নয়নকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহসান হাবিব মজুমদারের মোটরসাইকেলের অপর দুই আরোহী তার ছেলে আব্দুল্লাহ ও দোকানের এক কর্মচারী আহত হন।

‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, বিষয়টি জেনেছি, তবে কোন অভিযোগ পাইনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD