1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কোন ভাড়াটিয়ার পক্ষে আর কাজ করবে না বিএনপি : চৌদ্দগ্রামে বরকত উল্লাহ বুলু - Dainik Cumilla
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় দুটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এলো মাহে রবিউল আউয়াল চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত সদর দক্ষিণে লরিচাপায় এবার এক প্রবাসী নিহত সড়কে নিয়ম ভাঙার মহোৎসব: যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা কুমিল্লায় ১২ ফুট লম্বা অজগর বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কোন ভাড়াটিয়ার পক্ষে আর কাজ করবে না বিএনপি : চৌদ্দগ্রামে বরকত উল্লাহ বুলু ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ছয়টি বসতঘর, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কোন ভাড়াটিয়ার পক্ষে আর কাজ করবে না বিএনপি : চৌদ্দগ্রামে বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মো. বরকত উল্লাহ বুলু বলেন, কোন ভাড়াটিয়ার পক্ষে আর কাজ করবে না বিএনপি। স্বাধীনতা বিরোধীদের সাথে আর কোনো নির্বাচন নয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমান যাতে আগামীতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারে সেই জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরের স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানান ষড়যন্ত্র শুরু করেছে।

জামায়াতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকত উল্লাহ বুলু আরও বলেন, ১৯৯৬ সালে জামায়াত আ’লীগের সাথে জোট করে ১৭৩দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে। ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। ১৯৭১ সালেও জামায়াত পাকিস্তানের পক্ষে কাজ করেছে। তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। জামায়াত কখনও দেশের পক্ষে থাকে না, তারা সবসময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে। তারা এখন পিআর নামক খেলায় মেতেছে। যে পিআর দেশের মানুষ বোঝেনা, সে পিআর পদ্ধতিতে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডক্টর ইউনুছ দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষনা দিয়েছেন। আশা করি সেই সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন ফিরিয়ে আনা ও উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামীলীগের আমলে পাচার হওয়া দেশের অর্থ ফেরত আনা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তাঁর জীবন বিসর্জন দিতে চলেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র এনে দিয়েছিলেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি মো. জাকারিয়া তাহের সুমন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বিএনপি’র কেন্দ্রীয় শিল্প-বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মো. কামরুল হুদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহআলম রাজুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলঅ বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আমিরুজ্জামান আমির, নজরুল ইসলাম ভূঁইয়া, মাহবুবুল ইসলঅম চৌধুরী, জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপি’র মহিলা নেত্রী সাবেরা আলাউদ্দিন হেনা, সম্মেলন নির্বাচন কমিটির প্রধান এডভোকেট তাইফুল আলম।

এ সময় চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, যুগ্ম আহবায়ক মো. হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দিন, কাজী রাকিবুল আহসান মহব্বত, জেলা বিএনপি’র সদস্য ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম ছুট্টু, দেলোয়ার হোসেন দুলাল, আশিকুর রহমান আশিক সহ উপজেলার তেরটি ইউনিয়নের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাউন্সিলরবৃন্দ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মো. কামরুল হুদাকে উপজেলা বিএনপি’র সভাপতি, মো. হারুন অর রশিদ মজুমদারকে সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার শাহআলম রাজুকে সাধারণ সম্পাদক, নুরুন্নবী পাটোয়ারী ও গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত বলে ঘোষনা করা হয়। এছাড়াও চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি হিসেবে জিএম তাহের পলাশী, সহ-সভাপতি হিসেবে গাজী শহীদ ও শরীফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক হিসেবে কাজী রাকিবুল আহসান মহব্বতকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন দুলাল ও আমিনুল ইসলাম ছুট্টুকে নির্বাচিত বলে ঘোষনা করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে। এতে জাসাসের শিল্পিবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD