চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের স্বর্ণের একটি চেইন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন আব্দুল্লাহ আল মাসুদ নামে এক ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন চৌদ্দগ্রাম বাজারের ‘মোবাইল পয়েন্ট’ নামীয় মেবাইল দোকানের মালিক আব্দুল্লাহ আল মাসুদ। তিনি গত ২৩ আগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে হারিয়ে যাওয়া স্বর্ণের চেইনের প্রকৃত মালিককে খুঁজে বের করে তার নিকট ২২ ক্যারেটের স্বর্ণের ওই হারটি তুলে দেন।
জানা গেছে, গত ১১ আগস্ট চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ নিজ দোকান একটি স্বর্ণের হার কুড়িয়ে পান। তখন পাশ্ববর্তী এক দোকানিকে সাথে নিয়ে বাজারের একটি স্বর্ণ দোকানে গিয়ে হারটি পরীক্ষা করিয়ে দেখেন সেটি ২২ ক্যারটের আসল স্বর্ণের। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তারপর কীভাবে সেটি তার প্রকৃত মালিকের হাতে তুলে দিবেন তা খুঁজে বের করতে নিজ ফেসবুক আইডি সহ স্থানীয় কয়েকটি জনপ্রিয় ফেসবুক পেইজে পোস্ট দেন তিনি।
পোস্ট দেওয়ার প্রায় ২ সপ্তাহ পর ২৩ আগস্ট স্বর্ণের হারটির প্রকৃত মালিক এসে হাজির হন তার দোকানে। হারটির ক্রয় রশিদ, ডিজাইন, ওজনসহ যাবতীয় বর্ণনা সঠিকভাবে মিলে যাওয়ায় কুড়িয়ে পাওয়া হারটির প্রকৃত মালিকের কাছে এটি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ‘মোবাইল পয়েন্ট’ এর মালিক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘এটি অন্যের হক। বিনা অনুমতিতে অন্যের জিনিস ভোগ করার অধিকার কারো নাই। আল্লাহর ভয় থেকেই স্বর্ণের হারটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছি।’