1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সেলিম ভূঁইয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল, প্রমাণ আছে ভিডিওতে : ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন” - Dainik Cumilla
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশলের কারণেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া স্বর্ণের চেইন ফেরৎ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ কমিটি ঘোষণা সেলিম ভূঁইয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল, প্রমাণ আছে ভিডিওতে : ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন” রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মনোয়ার সরকার স্বাগত মাহে রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা রাহীম মজুমদার গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে বসতবাড়ি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রামে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেলিম ভূঁইয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল, প্রমাণ আছে ভিডিওতে : ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন”

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

নেকবর হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আদালত অবমাননার মতো কাজ করেছেন। নির্বাচন কমিশনের আসন পুনঃনির্ধারণ সংক্রান্ত আদালতের বক্তব্যকে তিনি বাইরে এসে বিকৃতভাবে উপস্থাপন করেছেন, যা আদালত অবমাননার শামিল।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন বলেন, গত ২৪ আগস্ট নির্বাচন কমিশনের আসন পুনঃনির্ধারণ সংক্রান্ত আপিল শুনানিতে দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাসের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। কিন্তু পরদিন ২৫ আগস্ট কুমিল্লা টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি সেই বক্তব্য বিকৃতভাবে প্রচার করে বলেন, ব্যারিস্টার আল-মামুন আওয়ামী লীগের সুবিধাভোগী।

তিনি অভিযোগ করে বলেন, সেলিম ভূঁইয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের কিছু নেতার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন। অথচ আপিল শুনানির সম্পূর্ণ ভিডিও প্রমাণ হিসেবে রয়েছে, যেখানে সেলিম ভূঁইয়ার বক্তব্যের কোনো মিল নেই।”
ব্যারিস্টার মামুন আরও বলেন, আমি ১৯৭২ সালে কুমিল্লার নগর উদ্যানের জামতলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হই। আমি সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী ছিলাম। ২০০১ সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নও পেয়েছিলাম। জিয়াউর রহমানের পরিবারের সাথেও আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।”

তিনি জানান, আগামী নির্বাচনে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন।
এ সময় বিএনপি নেতা হুমায়ুন কবির খান, এডভোকেট মফিজুর ইসলাম, এড ফারুক আহম্মেদ, এনায়েত করিম, মাহবুবর হমান দিদার, আবু ইউছুফ বাবু, খোরশেদ আলম লাভলু, কিরণ মুন্সী, মোস্তফা জামান, এমরান হোসেন মাষ্টার, আবরামুল ইসলাম, হাসান ভূইয়া, শামীম আল মামুন, নাছির উদ্দিন ভূইয়া, আবুল বাশার, মতিউর রহমানসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD