1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান, ৩টি ভ্যান সহ আটক ২ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান, ৩টি ভ্যান সহ আটক ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

আজ ২৮ মার্চ, মঙ্গলবার পুলিশ সুপার কুমিল্লা এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এবং ‘মায়ামী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় তারা ৩ টি রেজি: নাম্বার বিহীন ডেলিভারি ভ্যান সহ ২ জন কে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রইস (৪০) ও মোঃ ফয়সাল (২০)। ভ্যানগুলোর ভেতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৯ টি গ্যাস সিলিন্ডার করে মোট ২৭ টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বিশেষ প্রক্রিয়ায় গাড়ির ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে ‘রানা সিএনজি স্টেশন’ নামক সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে জমজম হোটেল ও মায়ামী হোটেল ছাড়াও অন্যান্য অনেক হোটেলেই এভাবে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহ করে থাকে। এতে যে কোন সময় উক্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উক্ত মারাত্মক দুর্ঘটনার প্রতিরোধকল্পে এবং অবৈধভাবে সিএনজি গ্যাসের ব্যবহার বন্ধে এসআই মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রইছ (৪০), পিতা:- মৃত আ: রশিদ ও মোঃ ফয়সাল (২০), পিতা:- মৃত মোসলেম এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালি মডেল থানার মামলা নং:- ১১২ তারিখ:- ২৮/০৩/২০২৩, ধারা:- ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইনের ১০/১১/১৩ ধারা রুজু করা হয়। মামলা শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD