1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত - Dainik Cumilla
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাংচুর কুমিল্লায় শিশু সায়মনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে চেক বিতরণ

বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

মাছ উৎপাদন বৃদ্ধি পেলে দেশ হবে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ” ু এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১০ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও প্লাবিত জলাভূমিতে প্রায় ৩৭৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পুকুরে প্রতীকীভাবে পোনা মাছ অবমুক্তের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। তিনি বলেন, ুআমাদের খাদ্যতালিকায় মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ প্রাণিজ আমিষ হিসেবে মাছের উপর নির্ভরশীল। মাছ শুধু পুষ্টির চাহিদাই পূরণ করে না, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে। তাই অধিক উৎপাদন ও বৈজ্ঞানিকভাবে মাছ চাষের মাধ্যমে আমরা যেমন পুষ্টি ঘাটতি দূর করতে পারব, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব।”

তিনি আরও বলেন, ুসরকার মাছ চাষে উৎসাহিত করতে নানা প্রকল্প গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে মৎস্য কর্মকর্তারা চাষীদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। এই কার্যক্রমের মাধ্যমে মৎস্যচাষীরা আরও উদ্বুদ্ধ হবেন।”

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অশোক কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসি, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম প্রমুখ।

এছাড়া মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে কার্পজাতীয়, তেলাপিয়া, কাতলা, রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD