1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হলে সমাজসেবা সম্পাদক প্রার্থী দাউদকান্দির হাসিব রানা - Dainik Cumilla
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হলে সমাজসেবা সম্পাদক প্রার্থী দাউদকান্দির হাসিব রানা কুমিল্লায় সেনা অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে :জেলা প্রশাসক ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা আব্দুর রহিম অপুর মায়ের ইন্তেকাল ‎ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দাউদকান্দির রহমত আলী পেলেন মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট

ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হলে সমাজসেবা সম্পাদক প্রার্থী দাউদকান্দির হাসিব রানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

আবু কোরাইশ আপেল:

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আবহ। এ নির্বাচনে বিজয় একাত্তর হল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লার দাউদকান্দির হাসিব রানা। হাসিব রানার বাড়ি দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে। হাসিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী।

গত রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় হাসিব রানা বলেন, ুনির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি হলের সার্বিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করব। একইসাথে আইটি খাতে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।”

তিনি আরও জানান, বর্তমানে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কর্মক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই তিনি নির্বাচিত হলে বিজয় একাত্তর হলের বিদ্যমান কম্পিউটার ল্যাবকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ও গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত দক্ষতা অর্জন করে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।

শিক্ষার্থীদের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে হাসিব রানা বলেন, ুসমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পালন মানে শুধু একটি অবস্থান নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর কল্যাণে সার্বক্ষণিক কাজ করার সুযোগ। আমি বিশ্বাস করি, সকলকে সঙ্গে নিয়ে একটি কার্যকর পরিষেবা নিশ্চিত করতে পারব।”

ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, এ নির্বাচন থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যারা ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

পাশাপাশি এলাকাবাসীর প্রত্যাশা হাসিব রানা বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD