নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ যুব বিভাগ লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পৌরসভা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব বিভাগ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু. জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।
১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় আমরা আন্তর্জাতিক যুব দিবস পালন করছি। যুবকদের হাত ধরেই আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের কারনেই স্বৈরশাসনের অবসান ঘটেছে। যুবকদের জ্ঞান-বুদ্ধি আর নৈতিকতার দিক থেকে সোচ্চার থাকতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহারে সচেতন হতে হবে এবং অনৈতিক কার্যক্রম পরিহার করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল অনৈতিক কাজ থেকে যুবকদের দূরে থাকার আহ্বান জানান।
লাকসাম পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়সাল হোসেন মুন্সির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা মোঃ আবুল হাশেম,
পৌরসভা যুব বিভাগের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহ।
এ সময় যুবনেতা জাহিদুল ইসলাম, আবুবকর জাহিদ, আবু নোমান, সামছুল হুদা, মোঃ জামাল হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুব বিভাগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।