চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মো: ইকবাল হোসেন মাছুম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাছুম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের ব্যবসায়ী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো: শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত এগারটায় নিজ দোকান ‘বিএম ফোম ওয়াশ’ বন্ধের সময় ইকবাল হোসেন মাছুম তার দোকানে থাকা একটি মাল্টি প্লাগে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে আশেপাশের দোকানদাররা বিষয়টি বুঝতে পেরে তাকে ধোড়করা বাজারস্থ রেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের লোকজন এসে তাকে পুনরায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে মাছুমকে বাড়ীতে নিয়ে যায় স্বজনরা। বৃহস্পতিবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে পরিবারের ছোট ছেলে মো: ইকবাল হোসেন মাছুমের মৃত্যুতে নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, মাছুম নামে বিদ্যুৎ স্পৃষ্ট এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা নিহতের লাশ নিয়ে যায়।