চৌদ্দগ্রাম প্রতিনিধি:
ভেজাল ঘি ও নকল ইলেকট্রিক তার বিক্রয় রোধ ও পরিবেশ দূষণরোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে, আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ প্রতিরোধে চৌদ্দগ্রাম বাজার সহ আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা সহ ৩৮ কেজি ভেজাল ঘি জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে বিএসটিআই এর অনুমোদন বিহীন ক্ষতিকর ঘি নিজেদের ইচ্ছেমত কৌটায় ভরে (উৎপাদন) মেয়াদের তারিখ বসানোর দায়ে এবং পূর্ব সতর্কতা থাকা স্বত্তে¡ও নিজেদের গোডাউনে চালের বস্তায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত না করায় মেসার্স পরিচয় ট্রেডার্স এবং সাহা এন্ড সন্সকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ২টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও আসল ক্যাবলের দামে নকল ক্যাবল বিক্রির দায়ে চৌদ্দগ্রাম কমার্শিয়াল সেন্টারের মজুমদার ইলেকট্রিককে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় সহায়তা করেন বিএসটিআই এর কুমিল্লা’র সহকারী পরিচালক মো: মোস্তাক আহম্মেদ, পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার ইকবাল আহমেদ সহ থানা পুলিশের একটি টিম।