1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন মু. মাহফুজুর রহমান - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন মু. মাহফুজুর রহমান

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৮ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটি (ম্যানেজিং কমিটি) এর সভাপতি মনোনীত হলে মু. মাহফুজুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহকারী সেক্রেটারী ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার আমীর এর দায়িত্ব পালন করছেন।

রবিবার (২২ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক এক প্রজ্ঞাপনের (স্মারক নং: ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৭.২৫.৭৩৪৯) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সদয় অবগতির প্রজ্ঞাপনের পৃথক পৃথক অনুলিপি কুমিল্লা জেলা শিক্ষা অফিস, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরিত হয়েছে বলে জানা গেছে। নবগঠিত অ্যাডহক কমিটির অপর সদস্যরা হলেন: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন সদস্য সচিব (পদাধিকা বলে), জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি (টিআর) মো: মুজিবুল হক পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর হোসেন। প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের পরামর্শ ও সুপারিশ করা হয়েছে।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি (ম্যানেজিং কমিটি) এর সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। নেতাকর্মীরা তাদের নিজ নিজ ফেসবুক ওয়াল থেকে নবনির্বাচিত সভাপতির ছবি সম্বলিত বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD