1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বসেছে পশুর হাট - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটের মাঠে আসছে “সুন্নি ও সূফী পন্থী” নতুন ইসলামী নির্বাচনী জোট! ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হলেন রিয়াজ উদ্দিন বুড়িচংয়ের ভরাসার বাজারে জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় বিএনপি নেতা আহত ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হলেন খোরশেদ আলম তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালে এ বছরের সাত মাসেই বহির্বিভাগের চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩০ হাজার রোগী ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

বরুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বসেছে পশুর হাট

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

বরুড়া প্রতিনিধি:

প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুমিল্লার বরুড়ায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসানো হচ্ছে কুরবানির গরু-ছাগলের হাট। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও ভিন্ন নামে বাজারের ইজারা নিয়ে ব্যবহার করা হচ্ছে স্কুল কলেজের মাঠ।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন জায়গায় মোট ২৬ টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয় উপজেলা প্রশাসন থেকে।
এবং প্রতিটা স্কুল কলেজ ও মাদ্রাসায় নোটিশ পাঠানো হয় যাতে করে প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসতে না পারে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়, পয়েলগাছা ডিগ্রি কলেজ,শরাফতি প্রাথমিক বিদ্যালয়,একবাড়িয়া উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কুরবানির গবাদিপশু বিক্রির জন্য বেধে রাখার খুঁটি প্রস্তুত রাখা হয়েছে।এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সপ্তাহের দুই থেকে তিন দিন বসবে গরু-ছাগলের হাট। স্কুলের সামনে ও ভবনে উপরেই বড় সাইনবোর্ডে ঝোলানো আছে, বিশাল গরুুছাগলের হাট।
আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় ও পয়েলগাছা ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা বলেন, বৃষ্টির মধ্যে আমাদের স্কুল মাঠে গরু-ছাগলের হাট করার জন্য খুঁটি বসানো হচ্ছে। ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা এসে মাঠ পরিদর্শন করে গেছেন। আমরা এখন কোথায় খেলাধুলা করবো। কুরবানির বাজারের পর ঈদের ছুটি শেষ হয়ে গেলেও মাঠ থেকে দুর্গন্ধ সরে না। পোকামাকড়, মশাুমাছি বেড়ে যায়। এগুলো পরিষ্কার করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয় না।

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মিয়াজী জানান, এটা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত। স্কুলের আসেপাশে হাট দেওয়ার মত জায়গা না থাকায় স্কুল মাঠে দিতে হচ্ছে।

একবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ভৌমিক বলেন, আমাদের স্কুলে হাট এখনো বসে নাই।তবে প্রস্তুতি চলছে। যারা হাট বসাচ্ছে তারা বলেছে ইউএনও স্যার থেকে অনুমতি আনবে।

এই বিষয়ে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, আমরা কোনো স্কুলুকলেজের মাঠে পশুর হাট ইজারা দেয়নি। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরুড়ার ১৫ ইউনিয়নে ২৬টি কুরবানি পশুর হাটের অনুমোদন দেয় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD