1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ উদ্বোধন করা হল লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তিনটি গ্যালারি ও অন্দর মহল শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রায়হান-সাইদুরের নেতৃত্বে ৫৩ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার, ১জনের ৬ মাসের কারাদণ্ড কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ

চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে রেহেনা আক্তার (৪০) নামে এক অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর রহমান পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টায় অভিযুক্ত মিজানুর রহমান অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে রেহেনার বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেহেনা আক্তারকে ব্যাপক মারধর করে এবং শ্লীলতাহানী ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগি রেহেনা আক্তারের ভাই মো: কামাল হোসেন বলেন, অভিযুক্ত মিজানুর রহমান আমার বোনের প্রাক্তন স্বামী। ২০২১ সালে তার সাথে আমার বোনের ডিভোর্স হয়। তারপরও সে বিভিন্ন সময় এসে আমার বোনকে নানান অত্যাচার-নির্যাতন করে। গত সোমবার সে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বোনের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় সে আমার বোনকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার কথা অস্বীকার করে বক্তব্য দিবেন না বলে লাইনটি কেটে দেন।

চৌদ্দগ্রাম থানা সহকারী উপ-পরিদর্শক মো: মহিন উদ্দীন জানান, রেহেনা আক্তার কর্তৃক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংশার দায়িত্ব নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তিনি ভুক্তভোগিকে আইনী সহায়তার আশ্বাস প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD