1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী ভোটের মাঠে আসছে “সুন্নি ও সূফী পন্থী” নতুন ইসলামী নির্বাচনী জোট! ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হলেন রিয়াজ উদ্দিন বুড়িচংয়ের ভরাসার বাজারে জমি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় বিএনপি নেতা আহত ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হলেন খোরশেদ আলম তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন

চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে রেহেনা আক্তার (৪০) নামে এক অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর রহমান পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টায় অভিযুক্ত মিজানুর রহমান অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে রেহেনার বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেহেনা আক্তারকে ব্যাপক মারধর করে এবং শ্লীলতাহানী ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি রেহেনা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগি রেহেনা আক্তারের ভাই মো: কামাল হোসেন বলেন, অভিযুক্ত মিজানুর রহমান আমার বোনের প্রাক্তন স্বামী। ২০২১ সালে তার সাথে আমার বোনের ডিভোর্স হয়। তারপরও সে বিভিন্ন সময় এসে আমার বোনকে নানান অত্যাচার-নির্যাতন করে। গত সোমবার সে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বোনের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় সে আমার বোনকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার কথা অস্বীকার করে বক্তব্য দিবেন না বলে লাইনটি কেটে দেন।

চৌদ্দগ্রাম থানা সহকারী উপ-পরিদর্শক মো: মহিন উদ্দীন জানান, রেহেনা আক্তার কর্তৃক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংশার দায়িত্ব নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তিনি ভুক্তভোগিকে আইনী সহায়তার আশ্বাস প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD