1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী (ক্রাইম রিপোর্টার):
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মো.খলিল শেখ (৫৭)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি পিকআপ জব্দ করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস এসব তথ্য জানান।
থানাসূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার রাতে এএসআই বাকের হোসেনের নেতৃত্বে পুলিশের ফোর্স নিয়মিত টহল চলাকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে সন্দেহভাজন একটি পিকআপ দেখে থামানোর জন্য বললে পিকআপ চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। পরে পিছন থেকে ধাওয়া করে পিকআপটি আটক করার সময় অজ্ঞাত ৬/৭ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিন ডাকাতকে আটক করে গাছে বেঁধে রাখে গ্রামবাসী। পরে পিকআপে তল্লাসী চালিয়ে ৪টি রামদা, ১টি কিরিচ, ৩টি পাইপ, ১টি লোহার রড ও রশি উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত ৭/৮জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিল।এই চক্রের সদস্য জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহ আলমের নামে ৭টি ও খলিলুর রহমানের নামে ৭টি ডাকাতি হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বুধবার বিকালে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD