1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে- হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে- হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণ আতঙ্ক না ছড়ায় যে বিষয়ে আমরা কাজ করছি। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে আন্দোলন হয়েছে সে আন্দোলন আমাদের সংহতি রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। বিষয়গুলো কি আমরা একনলেজ করছি। একই সাথে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সেটিকে একনলেজ করছি। সমাজের ছিনতাই বেড়ে গিয়েছে। গতকাল বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে সেটি অপ্রত্যাশিত। সেটিকে পিলোপাসিং অর্থ্যাৎ দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সবগুলো বিষয় দেখা এ করেছে ও করেছে আমি করি নাই। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে ছিনতাইকারীকে ছিনতাইকারী রূপে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আহ্বান থাকবে।
নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সরকারের বিপরীত অবস্থান সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায়, আমরা দেখেছি যে জাতীয় সংসদ সদস্য তাদের একটি প্রবণতা থাকে যে স্থানীয় সরকারে একটি প্রভাব বিস্তার করার। তাদের আত্মীয়-স্বজন ভাইকে দিয়ে উপজেলা চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব বিষয় একটা আধিপত্য রাখার চেষ্টা করা হয়। আমরা ফ্রি ফেয়ার পার্টিসিপেটারি নির্বাচনের কথা বলছি। সেই জায়গা থেকে আমাদের অতীতের যেই অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে। সেই প্রভাব থেকে উত্তরণের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে কিনা সেটির ফিল্ড পর্যবেক্ষণের জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাওয়া উচিত।
ছাত্র-জনতার বিভক্তির প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির যে বিষয়টি, যে প্রপাগান্ডার বিষয়টি সেটি ৫ আগস্টের আগেও আমাদের বিরুদ্ধে ছিল। আমরা টাকা খেয়ে আন্দোলন বন্ধ করে দিয়েছি, ৪ আগস্ট আমরা দেশ ছেড়ে পালিয়েছি, সমন্বয় করে পালিয়ে গেছি। এই যে অভিযোগের বিষয়টি, সেটি অব্যাহত আছে। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা এসব আমলে নিচ্ছি না। বরং আমরা জাতির সংহতির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি। জাতীয় ঐক্যের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি। আমরা বিশ্বাস করি যে পলাতক হাসিনার পুনর্বাসনের দিবাস্বপ্ন যে দেখছে সেটি কখনোই বাস্তবায়িত হবে না, যতক্ষণ জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রয়েছে।
নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী, শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD