সাফায়েত উল্লাহ মিয়াজী:
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উদ্যোগে সচিব আবু তালেবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে নাঙ্গলকোট উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ভূতাপেক্ষা সচিব আবু তালেব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজনীতিবিদ ও সমাজসেবক বশিরুজ্জামান খান, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি সালাহ উদ্দিন স্বপন, রাজনীতিবিদ কাজী জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওবায়দুল হক সহ উপজেলার বিভিন্ন স্কুল এন্ড কলেজের প্রধানগণ।