1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে....ইউএনও মাহমুদা জাহান - Dainik Cumilla
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সদর দক্ষিণে সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার এক সন্তানের জন্য দীর্ঘ অপেক্ষা, আল্লাহ দিলেন একসঙ্গে ৩ সন্তান। কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন চৌদ্দগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন করলেন ইউএনও ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে….ইউএনও মাহমুদা জাহান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের তারুণ্যের বাংলাদেশ গড়বে। শুধু পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। সামাজিক ব্যাধি মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং এসব থেকে দূরে থাকতে হবে। সুস্থ ধারায় সাংস্কৃতিক প্রতিযোগীতা করতে হবে। তাহলেই আগামীর দেশ হবে তারুণ্যের বাংলাদেশ। (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল” এ নবীনবরণ, কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক সংবর্ধণা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এসব কথাগুলো বলেন।তিনি আরো বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে। কোথাও যদি বাল্যবিবাহ হয় তাহলে প্রশাসনকে জানাতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এছাড়া নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। এসময় সহকারি প্রধান শিক্ষক মো. আল-আমিন, সহকারি শিক্ষক যথাক্রমে দিদারুল আলম, মাজহারুল ইসলাম, হুমায়ুন কবির, কেফায়েত উল্লাহ, নেয়ামত উল্লাহ, রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক সংবর্ধণা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD