নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী আবদুল মালেক ইনস্টিটিউশনে (রেলওয়ে হাইস্কুল) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি কাউছার হামিদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুমা আক্তার বেগম ও সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জংশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মজুমদার, অভিভাবক প্রতিনিধি আবু বকর জাহিদ, ওমর ফারুক সোহরাব, আবু বকর জাহিদ, মফিজুর রহমান, ওমর ফারুক, আবুল হাশেম, মোহাম্মদ সোলায়মান, জাবেদ হোসেন। এ সময় অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।