1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে______ ইউএনও ব্রাহ্মণপাড়া - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে______ ইউএনও ব্রাহ্মণপাড়া

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল,
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে।
শিশুর নৈতিকতা ও মূল্যবোধের বীজ প্রোথিত হয় পরিবারে; তা বিকশিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে আর চর্চা হয় সমাজে। নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার প্রথম ও অন্যতম প্রধান উৎস শিশুর বাবা-মা ও অভিভাবক। পরবর্তীতে শিশুরা যে ধাপে নৈতিকতা ও মূল্যবোধ চর্চা করে তা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার অন্তর্গত নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা। তাই বাড়িতে অভিভাবকগণ এবং বিদ্যালয়ে শিক্ষকগণ কোমলমতি শিশুদের এ বিষয়ে শিক্ষা দিবেন।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই বড়বাড়ি গালর্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ইউএনও মাহমুদা জাহান বলেন, পাঠ্য বইয়ে পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। তাহলে সমাজে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব সরকার ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও অডিট কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রউফ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সরকার আশিক, ইঞ্জিনিয়ার সাকের আহম্মেদ সরকার। সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম সরকার।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শাহ আলম, মোশাররফ হোসেন সরকার, লিটন সরকার, মোর্শেদ আর্মিসহ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD