1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মুড়ি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় মুড়ি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে কুমিল্লায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় মুড়ি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করে এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই পণ্য বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে মেসার্স বিসমিল্লাহ মুড়ির মিল, বিসিক, আদর্শ সদর, কুমিল্লা-কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর অধীনে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেঙ্গল ফুড প্রোডাক্টস, বিসিক, আদর্শ সদর, কুমিল্লা-কে একই আইনে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। এ সময় বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট) জনাব মোঃ হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিএসটিআই’র উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান জনাব কে এম হানিফ এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাসে বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্য যাতে না ছড়ায়, সে লক্ষ্যে কঠোর নজরদারি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD