1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি নেতা নজির আহমেদ ভূঁইয়ার সহধর্মিণীর ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিএনপি নেতা নজির আহমেদ ভূঁইয়ার সহধর্মিণীর ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার সহধর্মিণী পেয়ারা বেগম (৬০) আর নেই। শনিবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্বামী, ১কন্যা, ৩ পুত্র ও আত্মীয়স্বজন-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর কুমিল্লার নাঙ্গলকোটের কালেম গ্রামের প্রস্তাবিত নজির আহমেদ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে একই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম পেয়ারা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করে শোক বার্তা প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম এবং জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়ারা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার শোকাহত পরিবারবর্গের গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। এছাড়াও পেয়ারা বেগম ধর্মপরায়ণ ও পরোপকারী মহিলা এবং এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন উল্লেখ করেন। শোকবার্তায় বিএনপি মহাসচিব পেয়ার বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD