1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারের ইউএনও'র আবারো বদলি আদেশ; ক্ষোভে সাংবাদিকদের আনফ্রেন্ড - Dainik Cumilla
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

দেবীদ্বারের ইউএনও’র আবারো বদলি আদেশ; ক্ষোভে সাংবাদিকদের আনফ্রেন্ড

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৩৮ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ।।

কুমিল্লা দেবীদ্বার উপজেলার বহু বিতর্কিত, আলোচিত ও সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর আবারো বদলির আদেশ হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর ৭ মার্চ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলী করা হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে বদলি করা হয়েছিলো। তবে এ আদেশের পরপরই স্থানীয় সাংবাদিকদের উপর ক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি “uno debidwar” থেকে স্থানীয় সাংবাদিকদের আনফ্রেন্ড এবং সরকারি নম্বরে কয়েকজন সিনিয়র সাংবাদিকদের মোবাইল ফোন নম্বর ব্লক করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

এছাড়াও তিনি সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রোটোকল ভেঙ্গে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানো সহ নানা অভিযোগ রয়েছে বিদায়ী এ ইউএনওর বিরুদ্ধে। ইউএনও’র বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে তার দ্বারা ভুক্তভোগীরাসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবীদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে একাধিকবার সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় অসংখ্য সংবাদের শিরোনাম হন তিনি। দেবীদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিলো। কিন্তু বিশেষ খুঁটির জোরে ওই বদলি স্থগিত করে এতদিন তার পদে বহাল ছিলেন। তিনি গত ২০ ফেব্রুয়ারী দেবীদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা করে যেখানে মহাসড়কে সিএনজি- ইজিবাইকসহ তিন চাকার যানবাহন নিষিদ্ধ সেখানে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫টি সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে আবারো বির্তকের জন্ম দিয়ে ব্যাপক সমালোচিত হন। এর আগে গত জাতীয় বিজয় দিবস অনুষ্ঠানে সরকারী প্রোটোকল ভেঙ্গে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন। গত ২মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে লোকজন কম থাকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করে মিডিয়ার শিরোনাম হন তিনি।ইউএনও’র এ ধরণের সিদ্ধান্তে হতবাক ছিল এলাকাবাসী।

বদলির বিষয়ে জানতে চাইলে ইউএনও ডেজী চক্রবর্তী এটা নিয়মিত সাধারণ বদলি বলেই জানিয়েছেন। তবে নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের আনফ্রেন্ড করার বিষয়ে তিনি কিছুই জানেন না, আইটি এক্সপার্টদের দ্বারা আইডি পরিচালিত হয়। এবিষয়ে যদি কোন অভিযোগ পাই বিষয়টি তদন্ত করে দেখবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD