1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী বৈষম্য বিরোধী ব্যানারে উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করা আ’লীগ -ছাত্রলীগ দোসরদের অচিরেই গ্রেফতার করতে হবে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রনে অভিযান নাঙ্গলকোট বিএনপির পরিচিতি সভায় হট্টগোল কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নেকবর হোসেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে চৌদ্দগ্রামের বন্যা দুর্গতরা পেলো ১০টি ঘর নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিদায় সংবর্ধনা কুমিল্লার বরুড়া পাচঁটি দোকানকে ভ্রাম্যমাণ আদালত ৪৭ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা

চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. আতিকুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আতিক পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার।

নিহতের বাবা আবদুল মান্নান মিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আতিক সোমবার রাত আটটার সময় সোনাকাটিয়া গ্রামের মধ্যম পাড়া মোতালেবের দোকানে যায়। সেখানে পূর্ব থেকে যোগসাজশে উপস্থিত থাকা একই গ্রামের নূরে আলম, আমান ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মো. আতিককে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি লোহার রড, এসএসপাইপ, বিদেশী বড় টর্চ লাইট, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা, কান, নাক ও মুখে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আতিক ও উপস্থিত একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করে।

পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আতিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আইসিইউ সঙ্কটে পরে ঢাকার বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিএনকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়। এদিকে আতিকের মৃত্যুর খবরটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিকেল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD