1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাড়ি থেকে পালিয়ে ছাত্রলীগ নেতা আশ্রয় নিলেন কলেজের - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

বাড়ি থেকে পালিয়ে ছাত্রলীগ নেতা আশ্রয় নিলেন কলেজের

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

 

ছাত্রলীগ করতেন। তাই পালিয়েছেন বাড়ি থেকে। পরে এসে খুঁটি গেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কবি নজরুল হলে। এখনও হলেই আছেন এই ছাত্রলীগ নেতা। সোমবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে তার এসব তথ্য সামনে আসে।

 

তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ। তিনি মনোরহগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাহমুদের ভাই ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

 

জানা গেছে, ৫ আগস্টের পর এলাকা থেকে পালান এই ছাত্রলীগ নেতা। পরে উঠেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কবি নজরুল ইসলাম হলে। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন লিখেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহমুদ ফাহাদের ভাই মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মাহমুদকে এলাকা হতে বিতাড়িত হওয়ার পর কবি নজরুল ইসলাম হলে উঠেছে। তার সম্পর্কে এলাকায় সন্ত্রাস এবং মার্ডারের মতো অভিযোগ দেখা যায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য হল প্রভোস্ট ও কলেজ প্রশাসনের প্রতি আহবান করেন। সেই সাথে একটি ছবিও পোস্ট করেন ওই ব্যক্তি। সেকানে ২০২৩ সালের একটি প্রোগ্রামের ব্যানারে দেখা যায় সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ অনিকের মৃত্যুতে মিলাদ মাহফিলে মৈশাতুয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ। ব্যনারে সম্মুখ সাড়িতে তাকে দেখা যায়।

 

স্থানীয়সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে মাসুম ফাহাদ এলাকায় তার ভাইয়ের সহযোগিতায় এলাকায় চাঁদাবাজি, মারামারি, আধিপত্য বিস্তারসহ নানান অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে উপজেলায় সাধারণ মানুষের বাড়ি দখল করার মতো অভিযোগ আছে। সর্বশেষ জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে বের হলে তাদের হাত-পা ভেঙ্গে দেওয়ার মতো হুমকি দিত।

হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতা মাসুম মাহমুদ হলের ভর্তি পরীক্ষা দেয়া ছাড়াই হলে ভর্তি হয়। বর্তমানে তিনি হলের ২য় তালায় ২৪৬/৪৮ নং রুমে থাকছেন। তিনি অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

কবি নজরুল ইসলাম হলের প্রভোস্ট নজরুল ইসলাম বলেন, আমরা ছাত্রলীগের ৩০ জনকে হল থেকে বহিষ্কার করেছি। যদি ছাত্রলীগের কেউ থেকে থাকে তাহলে অভিযোগ পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD