1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, খেলাধুলায় উৎসাহিত করতে গ্রামের তরুণদের মাঝে জার্সি সেট বিতরণ ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় গ্রামের প্রতিটি পরিবারকে ইংরেজি নতুন বৎসরের ক্যালেন্ডার ও আকর্ষনীয় চাবির রিং উপহার দেওয়া হয়। পরে ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামের বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মো: বেলাল হোসাইন, প্রবাসী কাজী আবুল হাশেম, গ্রামের কৃতি শিক্ষার্থী ডা. মো: শাহাদাৎ হোসেন সাগর, মেধাবী শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম আরিফ, নেছার উদ্দিন নাহিদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে শিক্ষার্থীদেরকে নিজ জীবনের লক্ষ্য নির্ধারণ করে পড়ালেখায় মনোযোগী হওয়ার প্রতি উৎসাহিত করেন। এ সময় তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তরুণদেরকে খেলাধুলায় অনুপ্রাণিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ফাউন্ডেশনের সকল ভালো কাজ ও উদ্যোগের সাথে একাত্ত¡তা পোষন করে ভবিষ্যতেও ফাউন্ডেশনের পাশে থাকার ঘোষনা প্রদান করেন।

জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইমন মজুমদার এর সঞ্চালনায় এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী গাজী সম্রাট, সৌদিআরব প্রবাসী মো: মীর হোসেন, গাজী ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন ছোটখিল বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: বোরহান উদ্দীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD