1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
এলাকাবাসী ও চেয়ারম্যান মিলে গুড়িয়ে দিলেন দেবিদ্বারে মাদকের দুটি আস্তানা - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

এলাকাবাসী ও চেয়ারম্যান মিলে গুড়িয়ে দিলেন দেবিদ্বারে মাদকের দুটি আস্তানা

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লার দেবিদ্বারে বিক্ষুব্ধ জনতাকে সাথে নিয়ে মাদকের দুটি আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছে এক ইউপি চেয়ারম্যান। এসময় ক্ষুব্ধ জনতা আস্তানাগুলোর প্রধান পাগলা জহির ওরফে গামছা জহিরকে বিপুল পরিমাণ গাজা ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল পাগলা জহিরকে আটক ও গণপিটুনির বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর গ্রামের কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আটক পাগলা জহির ওরফে গামছা জহির (৪৭) ওই এলাকার মৃত আকামত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাগলা জহির দীর্ঘদিন ধরে তার বাড়িতে ওরস পালনের নামে গভীর রাতে মাদক সেবন ও অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাকে স্থানীয়ভাবে একাধিক বার বলেও আসরগুলো বন্ধ করা যায়নি। খবর পেয়ে ক্ষুব্ধ জনতা তাঁর বাড়িসহ তার নিয়ন্ত্রিত কয়েকটি মাদকের আস্তানা গুড়িয়ে দেয়। পরে লোকজন তাঁর আস্তানা থেকে বিপুল পরিমাণ গাজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

 

স্থানীয় ইউপি সদস্য কাউছার হামিদ বলেন, পাগলা জহির ওরফে গামছা জহির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। তার জন্য পুরো যুব সমাজ ধ্বংসের পথে। তাকে মাদক বিক্রি বন্ধ করার জন্য বার বার বলা হলেও সে এ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়রা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সোমবার সন্ধ্যায় তাঁর দুটি মাদকের আস্তানায় গুড়িয়ে দেয়। এসময় টের পেয়ে আরও অন্তত ২০/৩০ জন মাদক সেবনকারী দৌড়ে পালিয়ে যায়। পরে আস্তানার প্রধান গামছা জহিরকে আটক করে পুলিশে দেওয়া হয়।

গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল বলেন, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে গণ পিটুনি দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গাজা ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তাকে আটক করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এ খুশিতে সবাই মিষ্টি বিতরণ করেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর বলেন, এলাকাবাসী পাগলা জহির নামে এক ব্যক্তিকে গাজা ও সরঞ্জামসহ আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তাঁর সাথে বিপুল পরিমান মাদক ও তা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD