1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল কুমিল্লা - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রড বুঝাই লরিকে বাসের ধাক্কা! নিহত -১,আহত- ১০ কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী সুবিধাবাদীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল কুমিল্লা

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

 

সাকলাইন যোবায়ের ।।
আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল কুমিল্লা। ১৯৭১ সালের ৭ ই ডিসেম্বর কালো রাতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা গেরিলাগণ ৩ দিক থেকে কুমিল্লা বিমান বন্দরে পাক হানাদার বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্টের প্রধাণ ঘাটিতে আক্রমণ শুরু করেন।
মিত্রবাহিনীর ১১ গুর্খা রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল আর কে মজুমদারের নেতৃত্বে কুমিল্লা বিমানবন্দরের ৩ দিক থেকে এ আক্রমণ পরিচালিত হয় । পাক-হানাদার
আক্রান্ত হওয়ার পর পাকিস্তানি বাহিনী তাদের শক্তি বৃদ্ধির জন্য ময়নামতি সেনানিবাস থেকে অতিরিক্ত সেনা এবং গোলাবারুদের মজুত বৃদ্ধি করে প্রাথমিক আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে।কিন্তু মিত্র বাহিনীর আক্রমণের তীব্রতায় আর মুক্তিবাহিনীর গেরিলাদের মরণপণ আক্রমণে পাকিস্তানি দখলদার সেনারা তাদের করুন পরিণতি বুঝতে পারে। শেষ রাতে পাকিস্তানি আর্মি তাদের প্রতিরোধ পরিখাগুলো দ্রুত পরিত্যাগ করে ১১ কিলোমিটার দূরে ময়নামতি সেনানিবাসে আত্মগোপন করে।ফলে ভোরে সূর্যের আলো না ফুটার আগেই থেমে যায় বৃষ্টির মতো
গোলাবর্ষণের শব্দ। এসময় এয়ারপোর্ট সংলগ্ন গ্রাম নেউরা, রাজাপাড়া, ঢুলিপাড়া লক্ষ্মীপুর, চৌয়ারা এলাকার বাসিন্দারা পাকসেনাদের মরদেহ পড়ে থাকতে দেখেন।

বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন চৌধুরী জানান, এয়ারপোর্ট এলাকায় পাকিস্তানি সেনাদের মরদেহ পড়ে থাকতে দেখেছেন এলাকাবাসী। ১৯৭১ সালে কুমিল্লা শহরে কাটাবিল মুন্সি বাড়ীর ৯৭ বছর বয়সী খোদেজা বেগম জানান, সারারাত প্রচণ্ড গোলাগুলির শব্দ আর ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি আর্মির বহু সাজোয়া গাড়ি যেতে দেখেছেন কুমিল্লা এয়ারপোর্টের দিকে। ভোরে অনেকের সঙ্গে শিশু-কিশোর ও নারীরাও রাস্তায় নেমে আসেন কুমিল্লা মুক্ত হবার আনন্দে।মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্যমতে, সীমান্তবর্তী বিবির বাজার দিয়ে লেফটেন্যান্ট দিদারুল আলমের নেতৃত্বে একটি দল এবং অপর দুটি দল গোমতী নদী অতিক্রম করে কুমিল্লা শহরের ভাটপাড়া দিয়ে এবং চৌদ্দগ্রামের বাঘেরচর দিয়ে এসে বিমানবন্দরের পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতভর পাকবাহিনীর সঙ্গে যুদ্ধে ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরাজিত পাকিস্তানি সেনারা বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে কুমিল্লার বরুড়ার দিকে ও ময়নামতি সেনা ছাউনিতে আত্মগোপন করে এবং কয়েকজন আত্মসমর্পণ করে। ভোরে পাকসেনাদের বিমানবন্দরের প্রধান ঘাঁটি দখল করেন মুক্তিসেনারা। কুমিল্লা মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হচ্ছে, এই বিজয় উল্লাসে তখন গ্রামগুলো থেকে এবং শহরের মানুষেরা রাস্তায় নেমে আসেন।
এ প্রসঙ্গে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, ‘একাত্তরের ৮ ডিসেম্বর ভোরে কুমিল্লা হানাদার মুক্ত হয়। আগরতলা সোনামুড়া থেকে সেদিন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে পায়ে হেঁটে কুমিল্লায় প্রবেশ করি।’ ‘অগ্রবর্তী দল হিসেবে ছিল নবম বেঙ্গলের মুক্তিসেনারা। আক্রমণের নেতৃত্বে ছিল ১১ গুর্খা রেজিমেন্ট। কুমিল্লার আপামর জনগণ মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে মুক্তির উল্লাসে বরণ করে নেয়’, যোগ করেন তিনি। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। এদিন বিকালে বিকাল ৪ টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠননের উদ্যোগে বিজয় উৎসবের আনন্দ র‌্যালি ও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD