কলেজ প্রতিনিধি।।
৮ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির কমান্ডার লে. (বিএনসিসিও) অধ্যাপক মো. ফিরোজ-উল-আলম চৌধুরী ক্যাপ্টেন পদে র্যাংক ব্যাজ গ্রহণ করেছেন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট এর বিএনসিসিও এবং নব কমিশন প্রাপ্ত পিইউও-দের র্যাংক পরিধান অনুষ্ঠিত হয়। ফিরোজ-উল-আলম চৌধুরী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এনডিসি,পিএসসি। প্রধান অতিথি আগমনে গার্ড অব অর্নার প্রদান করা হয় । গার্ড অব অর্নারের গার্ড কমান্ডার ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর বিএনসিসি সিইউও শান্ত দেবনাথ ও দ্বিতীয় গার্ড কমান্ডারের দায়িত্ব পালন করেন সার্জেন্ট নূর।
গার্ড অব অর্নারের পরপরই র্যাংক পরিধান অনুষ্ঠান শুরু হয়। ১৬ জন বিএনসিসিও ও ৩ জন পিইউও সহ মোট ১৯ জন র্যাংক পরিধান করেন। অনুষ্ঠানে র্যাংক পড়িয়ে দেন বিএনসিসি মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান, এনডিসি,পিএসসি এবং ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাশেদুল হাসান।
আরো উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ল্যাফটেনেন্ট কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স, এবং বিএনসিসি প্রধান কার্যালয়ের ডিরেক্টর (টি এন্ড আর) ল্যাফটেনেন্ট কর্নেল নাহিদুজ্জামান। বিএনসিসি প্রধান কার্যালয়ের ডিজি কর্ড মেজর শাহরিয়ার কবির। ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মুন্তাসীর আরাফাত।
ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়ে লে.(বিএনসিসিও) মো. ফিরোজ-উল-আলম চৌধুরী জানান, আমার চাকরির সময় আর ১ বছর ৩ মাসের মত আছে। শেষে দিকে এসে আমি এক সাথে দুইটি জিনিস পেয়েছি প্রথমটি অধ্যাপক হিসেবে পদোন্নতি এবং অপরটি হচ্ছে ক্যাপ্টেন পদে পদোন্নতি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, সেটা বলে বুঝানো সম্ভব নয়। আমি ১৯৯৭ সালে বিএনসিসিও প্লাটুনের দায়িত্ব গ্রহণ করি।