1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লার দেবিদ্বারে মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে মাদক ক

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে এক মাদককারবারি দম্পতির অসামাজিক কার্যকলাপ, গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার জুমার নামাযের পর কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাইলচর গ্রামে ওই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দূর্গা ও তার স্বামী সুমন দাস পৌর এলাকার সাইলচর গ্রামে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। গ্রামবাসি এসব অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে কয়েকবার বাধা দেয়। এরপরও তাদের এসব কাজ বন্ধ করা যায়নি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাদের বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে মাদক উদ্ধার করা হলেও স্বামী স্ত্রী দুইজন পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে এই দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এরপর তারা দুইজনে রাজনৈতিক প্রভাবে মাদক কারবার অব্যাহত রাখেন। গত ৫আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দেবিদ্বার উপজেলার অন্যতম মাদকের এ আখড়াটি গুড়িয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দূর্গা হরিচরণ বাদি হয়ে গ্রামের ৩৪ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনের নামে আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। বক্তারা আরও বলেন, দূর্গা এই গ্রামের বাসিন্দা নয় সে পূর্বে দেবিদ্বার হাইস্কুল খেলার মাঠে সুইপার কলোনীতে থাকত। ওখানের তার বাবা, মা সহ তার ভাইয়েরা মাদক বিক্রি করত। ওখান থেকে সে সাইলচর গ্রামে জমি কিনে বাড়ি করে এই গ্রামে মাদক বিক্রি শুরু করে। সে এখানে বাড়ি করার পর এই গ্রামের মাদক ছড়িয়ে পড়ে। মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে জানতে দুর্গা হরিচরণের মোবাইলে ফোন দিলে তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.শাহিনুল ইসলাম বলেন, মানববন্ধনের খবর তো পাইনি। গ্রামবাসীর নামে দায়েরকৃত ওই মামলা তদন্ত করছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। থানা পুলিশ কি করবে। এছাড়াও মাদক কেনা বেচার সুস্পষ্ট প্রমাণ পেলে পুলিশ অভিযান চালাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. খোকন মিয়া, কবির হোসেন, মনির হোসেন, দুধ মিয়া, মাসুম রানা, সাংবাদিক শাহীন আলম, জনি ফারুক হোসেন জনি, মাহফুজ আহমেদ, সুরুজ মিয়া, মোকবল হোসেন প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD