1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকালে এলাহাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ শহীদুল ভূইয়া সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শহীদ বলেন, জুলাই-আগষ্টের গণহত্যায় হাসিনার বিচার এই বাংলাদেশে হতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। ওই গুলিতে দেবিদ্বারের ১২জনকে শহীদ করা হয়েছে। তার এমন কোন মন্ত্রী-এমপি নেই যারা এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নাই। সালমান এফ রহমান ও এস আলম এই দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে প্রায় ৫০০ অধিক ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। এসব কার টাকায় হয়েছে আমার আপনার টাকা। আজকে ব্যাংকগুলোতে যান তারা নগদ টাকা দিতে পারছে না। আওয়ামীলীগের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। আমরা বর্তমার সরকারের কাছে দাবি করছি যারা বিদেশে টাকা পাচার করেছে সে টাকা দেশে ফিরিয়ে আনা হোক। বক্তব্যে তিনি আরও বলেছেন, আওয়ামীলীগ গত ১৬ বছর আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমাদেরকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল, তারা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। সর্বশেষ তারা আমাদের নিষিদ্ধ করার মাধ্যমে তারা চেয়েছিল আমাদের নিশ্চিহ্ন করে দিবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ তায়ালা তাদেরকেই নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলাম এই দেশে সরকার গঠন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD