1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

ভোটের বাক্স সামনেই। তার সামনে বসানো আছে দুই কার্টন ভর্তি খাবার। সাথে আছে পানির সারি সারি বোতল। বুধবার এমন ভোট কেন্দ্রর দেখা মিলেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাত বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট শেষ হবে দুপুর ২টায়। তবে এই ভোটের ভিন্নতা হলো ভোট দেয়ার আগে সকল ভোটারকে নিতে হবে খাবারের প্যাকেট। ভোটকে আরও উৎসব মুখর ও আনন্দঘন করতে এই আয়োজন করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, কলেজের ১৭০ জনের বেশি শিক্ষা কর্মকর্তা ভোটার হিসেবে ভোট দিচ্ছেন। গত ০৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বিতরণ করা হয় ২৯ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারেরর দিন ছিল ৩০ অক্টোবর। আজ ভোট গ্রহণ চলছে।

সম্পাদক পদে যে তিনজন মনোনয়নপত্র নিয়েছেন তারা হলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুবুল হক ছোটন।

যুগ্ম-সম্পাদক পদে দু’জন মনোনয়ন পত্র নিয়েছেন। তারা বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মো. মুনছুর হেল্লাল, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূইয়া। যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে মনোনয়নপত্র নিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার। কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা সম্প্রীতি ও সৌহার্দে নির্বাচন করছি। ২০১৭ সালে সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে। দীর্ঘ ৭ বছর পর নির্বাচন হচ্ছে। এটা ভিক্টোরিয়া কলেজের জন্য আনন্দের। তাই ভোটারদের মিষ্টিমুখ করাতে আমাদের এই আয়োজন। সেখানে জিলাপী ও সিঙ্গারা রয়েছে। আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছে অনুমতি চাইলে তিনি আমাদের অনুমতি দেন। আনন্দকে আরও বাড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। ২টায় ভোট গ্রহণ শেষ। পরে ফল প্রকাশ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD