খলিলুর রহমান।।
রাজনৈতিক ব্যানারে শোডাউন করার প্রতিবাদে ভিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা। আজ(মঙ্গলবার) সকালে প্রতিবাদী ব্যানার নিয়ে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা, দলীয় রাজনীতি-চলবে না চলবে না,লেজুড়বৃত্তিক রাজনীতি-চলবে না চলবে,দলীয় রাজনীতি-চলবে না চলবে না, বায়ান্নর হাতিয়ার-গর্জে উঠো আরেকবার,উনসত্তরের হাতিয়ার-গর্জে উঠো আরেকবার,একাত্তরের হাতিয়ার -গর্জে উঠো আরেকবার,দিয়েছি তো রক্ত-আরো দেবো রক্ত ইত্যাদি বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস।
কলাভবন থেকে মিছিল শুরু করে ম্যানেজমেন্ট বিভাগ,দর্শন বিভাগ এবং রসায়ন বিভাগ হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ৬ দফা দাবির ভিত্তিতে প্রজ্ঞাপনের মাধ্যমে ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু একদল ছাত্র(ছাত্রদল) রাজনৈতিক ব্যানার নিয়ে ক্যাম্পাসে শোডাউন দিয়েছে এবং ছাত্রী মিলনায়তনে পর্যন্ত ঢুকে গিয়েছে। তারা এত দুঃসাহস কিভাবে পেল? প্রশাসন যেন দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেয়।কেউ যদি রাজনীতি করতে চায় সে যেন ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করে। আমার ক্যাম্পাসে আমিই রাজা, আমিই প্রজা, আমিই সব।