1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি বাসের ধাক্কায় নারীর মৃত্যু, নিহত পরিবারকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

কুবি বাসের ধাক্কায় নারীর মৃত্যু, নিহত পরিবারকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

অটোর মোড় ঘোরানোর সময় ছিটকে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নীল বাস কৃঞ্চচূড়ার ধাক্কায় ফজিলাতুন্নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী। নিহত পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কোটবাড়ি বিশ্বরোড নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, অটো আর বাস দুটোই বিপরীতমুখী ছিল। অটোতে চারজন মহিলা ছিল। তারা রেশন নিয়ে চাঙ্গীনি থেকে আসছিল। আর বাস শহর থেকে আসছিল। অটোর ড্রাইভার বাসকে দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিটকে পড়ে যায়। আর বাসের পিছনের সাথে ধাক্কা খায়, এখানে বাসের কোন দোষ নেই। এখানে দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইবার সামনে দেখতে পায় না। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, নিহত পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা কোন মামলা করবে না। তারা সমঝোতা করতে চাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ একটি অপমৃত্যুর মামলা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, সকালে কৃষ্ণচূড়া (১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়। আর নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় নিহত পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD