1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আত্মগোপনে দরুন মেয়র ও কাউন্সিলরা ভেঙে পড়েছে কুসিক নগরবাসীর সেবা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাংচুর কুমিল্লায় শিশু সায়মনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে চেক বিতরণ

আত্মগোপনে দরুন মেয়র ও কাউন্সিলরা ভেঙে পড়েছে কুসিক নগরবাসীর সেবা

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই আত্মগোপনে চলে গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও কাউন্সিলররা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে কুসিক এলাকার নাগরিক সেবা কার্যক্রম। ওয়ার্ড কাউন্সিলদের কার্যালয়গুলো রয়েছে তালাবন্ধ।
গত ৫ আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে কোনও ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় খোলা পাওয়া যায়নি। শুধু তাই নয়, কাউন্সিলরের নিয়ন্ত্রণাধীন কর্মীদেরও মহল্লা-মহল্লায় পরিচ্ছন্নের কাজ করতে দেখা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মী বলেন, কাউন্সিলর নেই। কার্যালয়ে ভাংচুর হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জিনিসপত্র। হাড়িয়ে গেছে অনেক কিছু। সবমিলে তারা গত চার-পাঁচদিন কাজে বের হননি।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিন সন্ধ্যায় কুসিক মেয়রের বাসভবন পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে দুর্বৃত্তরা। লুট করে নিয়েছে ভবনের জিনিসপত্র। অনেক কাউন্সলিরের বাসববন এবং কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে দু একজন ব্যাতিত।। এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের বসে কাজ করার মতো অবস্থাও নেই। লুটপাট হওয়া কম্পিউটার, চেয়ার, টেবিলসহ কিছু জিনিসপত্র দুর্বৃত্তরা নিয়ে গেছে।

এদিকে সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্রায় সবগুলোই গত ৪ দিন থেকেই বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশন এলাকায় নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। গত কয়েকদিনে সিটি করপোরেশনের আওতাধীন নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন কার্যক্রম, জরুরি সেবা, ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নাগরিক সেবা চরমভাবে ভেঙে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরে
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আরফানুল হক রিফাতের মৃত্যুর পর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা সদরের সংসদ্য আ.ক.ম বাহা উদ্দিন বাহারের বড় মেয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা গত ৯ মার্চ মেয়রের শূন্য পদে উপনির্বাচনে নির্বাচিত হন।

কুসিক কাউন্সিলদের প্রায় সকলেই থানা, ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন।

তবে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে আসেনি মেয়র তাহসিন বাহার সূচনা ও তার সকল কাউন্সিলরদের । তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। এরইমধ্যে মেয়র বাহার কন্যা তাহসিন বাহার সূচনা আত্মগোপনে রয়েছেন।

নগরীর ১৮ নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম বাবুল । তিনি বলেন, এলাকার রাস্তায় সড়কবাতিগুলো জ্বলছে। তবে অনেকগুলো নষ্ট অবস্থায় রয়েছে। ফলে একধরনের ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। এছাড়া মাঠে পুলিশ নেই। তাই অন্ধকারে সঙ্গত কারণে ছিনতাই-চুরি ডাকাতি ও লুটপাট হচ্ছে ।

নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুদ্দিন আহমেদ বলেন, বুধবার (৮ আগস্ট) জরুরি একটি কাজে কাউন্সিলর অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি তালাবদ্ধ। চলে এলাম, কাজ হলো না।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যেহেতু দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অচল রয়েছে সেগুলো আগে জরুরি ভিত্তিতে সচল করার উদ্যোগ নেওয়া হোক।
দেশের উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। এর ফলে নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সে জন্য সেনাবাহিনী কিংবা প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান নগরবাসী।
সরেজনিনে কুমিল্লা সিটি করপোরেশনের সামনে যেয়ে দেখা যায় প্রধান ফটকে গেইট বন্ধ।
রোববার (১১ আগষ্ট) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলমকে একাধিকবার মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি। যার দরুন তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD