1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার মহাসড়কে ধাওয়া করে ২ মাদক কারবারিকে আটক করলো ছাত্ররা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল বন্যায় বুড়িচং ব্রাহ্মণপাড়ার সড়কগুলোর বেহাল দশা কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু রক্তে রাঙ্গা কৃষ্ণচূড়া, প্রকৃতি আজ তাঁর অপরূপ মায়ায় সেজেছে কুবি ‘বি’ ইউনিটে প্রথম হলেন পাবনা জেলার মোঃ শাহীন মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে “ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুমিল্লায় পুলিশের একাধিক অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

কুমিল্লার মহাসড়কে ধাওয়া করে ২ মাদক কারবারিকে আটক করলো ছাত্ররা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে।
শনিবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম।
আটককৃতরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) ও একই এলাকার বাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩)।
সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিনা পারিশ্রমিকে ছাত্র-সমাজ এ দায়িত্ব হাতে তুলে নেয়। প্রতিদিনের মতো শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার টিপরা বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলাম। একপর্যায়ে সন্দেহ হলে ঢাকামুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক বেপরোয়া গতিতে ছুটতে থাকেন।

তিনি আরও বলেন, এক পর্যায়ে ধাওয়া করে অটোরিকশাটির গতিরোধ করে শিক্ষার্থীরা। পরে ভেতরে তল্লাশি চালিয়ে ৮ কার্টন ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলসহ দুজনকে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD