1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আন্দোলনের শুরু থেকে গত মঙ্গলবার (৬ আগস্ট) পর্যন্ত নিহতদের আত্মার মাগফেরাত কামনায়, আহতদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া মাহফিল করেছে।
বুধবার সকালে মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠে নিহতদের দোয়া মাহফিলের আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সারাদেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মোবাইল ফোনে বক্তব্য দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাও: ইলিয়াছ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা আমীর মুফতি আমজাদ হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক উজ্জল, সাজ্জাত প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সদস্য বসির মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল ছামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, আহ্বায়ক নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD