1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং দেশ ও জনগণকে রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি বৈঠকে বসার আহবান; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত স্বর্ণালী আভায় প্রকৃতি মাতাচ্ছে চোখজুড়ানো সোনালু ফুল বন্যায় বুড়িচং ব্রাহ্মণপাড়ার সড়কগুলোর বেহাল দশা কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু রক্তে রাঙ্গা কৃষ্ণচূড়া, প্রকৃতি আজ তাঁর অপরূপ মায়ায় সেজেছে কুবি ‘বি’ ইউনিটে প্রথম হলেন পাবনা জেলার মোঃ শাহীন মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে “ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুমিল্লায় পুলিশের একাধিক অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং দেশ ও জনগণকে রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি বৈঠকে বসার আহবান; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

  • প্রকাশিতঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

চলমান সংকটময় পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আজ ৪ আগস্ট রবিবার দুপুর ১২টায় চট্টগ্রামস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আবদুস সামাদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, সারাদেশের ছাত্রসমাজ নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে দাবি তুলেছে। এতে অংশ নিচ্ছে সর্বস্তরের ছাত্র- যুব- জনতা। সচেতন জনতার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শুরু থেকেই শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে আসছে। তিনি বলেন, আন্দোলনের শুরুতেই যদি তাদের ন্যায্য দাবিগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হত, সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করত তবে জাতি এতগুলো অমূল্য প্রাণ হারাতো না। সংবাদ সম্মেলনের শুরুতে এ আন্দোলনে শাহাদাতবরণ করা প্রত্যেক শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, কোটা ব্যবস্থা সংস্কারের লক্ষে আন্দোলনে নামা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের নির্বিচারে গুলিবর্ষনসহ সরকার দলীয় নেতাকর্মীদের নারকীয় হামলা যেমন ইতিহাসকে কলংকিত করেছে তেমনি আন্দোলনের আড়ালে দুস্কৃতিকারীদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করাও দেশ-জাতির জন্য অশনিসংকেত বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নিপীড়নমূলক মামলায় গ্রেফতার বন্ধ করাসহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যাকান্ডের বিচারের দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন বলেন, নিরীহ শিক্ষার্থীদের গ্রেফতার করে ভুয়া মামলা দিয়ে চিহ্নিত সুবিধাবাদী গোষ্ঠী গ্রেফতার বাণিজ্যে নেমেছে।আমরা তাদের বিরুদ্ধেও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি। গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ তাদেরকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। ১৬ জুলাই হতে এযাবৎ মৃত্যুবরণকারীদের মধ্যে আছেন শিক্ষার্থী- শ্রমজীবী- শিশু-কিশোর-নারীসহ সব শ্রেণী পেশার মানুষ। শাহাদাত বরণ করা প্রত্যেক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বিভিন্ন স্থানে রাজনীতিবিদদের বাড়ি-ঘরে হামলা হচ্ছে। আমরা এই ঘটনাগুলোর নিন্দা জানাচ্ছি। সবপক্ষকে এধরনের কর্মকান্ড হতে বিরত থাকার আহবান, ছাত্র আন্দোলনে সংগঠিত প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানানোসহ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ তদন্ত কাজে যুক্ত করার অনুরোধ করছি। তিনি আরো বলেন, দেশ ভালো নেই। দেশের মানুষও ভালো নেই। উদ্বিগ্ন, অনিশ্চয়তায় ভুগছে দেশের মানুষ। প্রতিটি সেক্টরে বিরাজ করছে অস্থিরতা। এ মূহুর্তে দেশ ও জনগণকে রক্ষায় রাজনীতিবিদদেরও এগিয়ে আসা প্রয়োজন। দেশের এযাবৎকালের সবচেয়ে বড় সংঘাতময় ও সংকটময় মুহূর্তে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ হতে তিনি রাজনৈতিক দলগুলোকে সর্বদলীয় বৈঠকে বসার আহবান জানান। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরো মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, এম. সোলাইমান ফরিদ, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, যুগ্ম মহাসচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, আন্তর্জাতিক সচিব অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজাহারী, সহ-দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূর হোছাইন, সহ-প্রকাশনা সচিব মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আব্দুন নবী আলকাদেরী, নাছির উদ্দিন মাহমুদ, প্রচার উপ-কমিটির সদস্য মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মজলিসে শুরা সদস্য মাওলান করিম উদ্দিন নূরী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD