1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিক সমিতির অনুষ্ঠানে মোশাররফ চৌধুরী; মানুষের উপকার কখনো ভুলবেন না, কারণ বেইমান বেশি দূর আগাইতে পারে না - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা মাছ অবমুক্ত নাঙ্গলকোটে বাড়ি নির্মাণে ২০লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদ করায় নির্মাণাধীন স্থাপনা ভাংচুর কুমিল্লায় শিশু সায়মনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী একজনকে আটক ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে চেক বিতরণ

সাংবাদিক সমিতির অনুষ্ঠানে মোশাররফ চৌধুরী; মানুষের উপকার কখনো ভুলবেন না, কারণ বেইমান বেশি দূর আগাইতে পারে না

  • প্রকাশিতঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট শিক্ষানুরাগী ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, আপনাকে যে উপকার করবে তাকে কোন দিন ভুলবেন না, কারণ বেইমান বেশি দূর আগাইতে পারে না। আমি জীবনে অনেক কষ্ট করে আজকে এ পর্যায় পৌঁছেছি। আমি ১৯৮২ সালে প্রথম বিদেশ যাই। সেখানে কনস্ট্রাকশনের কাজ করেছি। সেই কষ্টের টাকা দিয়ে আমি প্রথম একটি স্কুল প্রতিষ্ঠা করি। গতকাল (৩ আগস্ট) শনিবার সকালে কুমিল্লা নগরীর দৈনিক আমাদের কুমিল্লার কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত মোশাররফ হোসেন খাঁন চৌধুরীর সম্মানে চা চক্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, নিজে বেশি পড়াশোনা করতে পারি নাই। কিন্তু নিজের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি। আমার উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। এ প্রজন্ম যাতে ভালো ভাবে শিক্ষা নিতে পারে তাই এ প্রতিষ্ঠান গুলো করা। যেখানে যাই সেখানেই চেষ্টা করেছি মানুষের কল্যানে কিছু করার। আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের কল্যানের কাজ করতে পারি।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি নার্গিস খানম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোশাররফ হোসেন খান চৌধুরী একজন আলোকিত মানুষ। তিনি সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মোশাররফ হোসেন খান চৌধুরীর মতো এমন শিক্ষানুরাগী মানুষ আরো বেশি বেশি দরকার বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া আব্দুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল খায়ের, মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো.শহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান,অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণ সম্পাদক নেকবর হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, চাঁদপুর মেহের ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক রাহুল তারুন পিন্টু, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সমতট টিভির সম্পাদক বিল্লাল হোসেন রাজু, দৈনিক কুমিল্লা কাগজের ব্রাহ্মনপাড়া উপজেলা প্রতিনিধি ইসমাইল নয়ন, বুড়িচং সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণপাড়া সাংবাদিক সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ, লালমাই উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সদর দক্ষিণ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শাহ ফয়সাল করিম, জেলা সাংবাদিক সমিতির সদস্য পুতুল আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার প্রচার সম্পাদক জসীম চৌধুরী এবং অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করেন আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাওলানা আবু হানিফ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD